এখন পড়ছেন
হোম > অন্যান্য > অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্টের আগে ঘোষিত হল টিম ইন্ডিয়ার একাদশ খেলোয়াড়ের নাম।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্টের আগে ঘোষিত হল টিম ইন্ডিয়ার একাদশ খেলোয়াড়ের নাম।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ২৬শে ডিসেম্বর শনিবার থেকে মেলবোর্নে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। অজিঙ্ক রাহানের নেতৃত্বে এবার ভারত টেস্ট খেলবে বলেও জানা গেছে। তবে এরই মধ্যে অধিনায়ক বিরাট কোহালি ও পেসার শামি না থাকায় ভারতীয় দল এবার খানিকটা পিছিয়ে রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে বিসিসিআই তরফে ঘোষিত হল টিম ইন্ডিয়ার একাদশ খেলোয়াড়ের নাম।

আজকের সকালে টুইট করে বিসিসিআই এর তরফে এই খবর জানানো হয়েছে। আর সেখানে দেখা গেছে উইকেটকিপার ঋদ্ধিমান সাহা এবং ওপেনার পৃথ্বী শ বাদ পড়েছেন। এছাড়া লোকেশ রাহুলও বাদ গেছেন বলে জানা গেছে। অন্যদিকে, এই টেস্টে অভিষেক ঘটতে চলেছে ওপেনার শুভমন গিল এবং পেসার মহম্মদ সিরাজের। জানা গেছে, টেস্টে ওপেন করতে দেখা যাবে ময়ঙ্ক আগরওয়াল এবং শুভমন গিলকে। এরপর নামবেন চেতেশ্বর পূজারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখানে রাহানে, হনুমা বিহারী এবং উইকেটকিপার ঋষভ পন্থ মিডল অর্ডারে থাকবেন বলে জানা গেছে। এখানে ব্যাটসম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে মায়াঙ্ক আগারওয়াল, শুভমন গিল, চেতেশ্বর পুজারা এবং হনুমা বিহারীর নাম। অন্যদিকে, বোলার হিসেবে রবীচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব এবং যশপ্রীত বুমরার নাম ঘোষণা করেছে বিসিসিআই।

এছাড়া উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থ এবং অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা থাকবেন বলে জানা গেছে। সেখানে ওপেনার পৃথ্বী-র বদলে শুভমন, বিরাটের বদলে রবীন্দ্র জাদেজা এবং ঋদ্ধির পরিবর্তে পন্থকে দলে নেওয়া হয়েছে বলেও জানা গেছে। বস্তুত, যশপ্রীত বুমরা, উমেশ যাদবের সঙ্গে এবার টেস্টে অভিষেক ঘটার কথা মহম্মদ সিরাজের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!