এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচিকে কটাক্ষ ফিরহাদ হাকিমের, ত্রিপুরাতে বিজেপি উৎখাতের হুঁশিয়ারি

বিজেপির পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচিকে কটাক্ষ ফিরহাদ হাকিমের, ত্রিপুরাতে বিজেপি উৎখাতের হুঁশিয়ারি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি পালন করা হয়। ভোট-পরবর্তী সন্ত্রাস, বিজেপির কর্মী-সমর্থকদের নির্যাতন, ভুয়ো ভ্যাকসিন কান্ড ইত্যাদির প্রতিবাদে মশাল হাতে পথে নামতে দেখা যায় বিজেপিকে। গতকাল সন্ধ্যার পর কলকাতায় যেমন বিজেপির এই প্রতিবাদী মিছিল চলে। তেমনি রাজ্যের জেলায় জেলায় মশাল নিয়ে পথে নামে বিজেপি। বিজেপির এই কর্মসূচিকে প্রবল কটাক্ষ করলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।

এ প্রসঙ্গে তিনি জানালেন, নাটক করছে বিজেপি। ত্রিপুরায় তৃণমূল কর্মীদের আক্রমণ করা হচ্ছে। আর এখানে রাজ্য বিজেপির কর্মীরা খালি মাঠে মশাল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তিনি জানালেন, বাংলায় গণতন্ত্র আছে, তাই নতুন করে গণতন্ত্রকে বাঁচাতে হবে না। তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই বিজেপির হাত থেকে বেঁচে গেছেন বাংলার মানুষ। পশ্চিমবঙ্গতে তাদের বাঁচতে হবে। আগামী দিনে ত্রিপুরাতেও শক্তি প্রদর্শন করবে তৃণমূল। ত্রিপুরায় তৃণমূল গণতন্ত্র ফিরিয়ে আনবে। তৃণমূলের লড়াই জারি থাকবে। যতই আক্রমণ করা হোক, যতই তাঁদেরকে মারধর করা হোক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি, কলকাতা কর্পোরেশনে চাকরি দেওয়ার নাম করে এক মহিলার লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ প্রসঙ্গে তিনি জানালেন, প্রতিদিনই চাকরি দেওয়ার নাম করে প্রতারণার শিকার হতে হচ্ছে বহু মানুষকে। এই ধরনের চক্র চলছে। কলকাতা কর্পোরেশনে এরকম ভাবে চাকরি কখনো হয়না। নিয়ম করে সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি দেয়া হয়। নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয় কর্পোরেশনের ওয়েবসাইটে।

তিনি আরো জানালেন যে, কর্পোরেশনে সিআইডি রাখা সম্ভব নয়। তাই যারা টাকা নিচ্ছেন, বা যারা টাকা দিচ্ছেন তাদের সকলেই সমান অপরাধী। তাদের উপযুক্ত শাস্তি দেয়া হোক। সাধারণ মানুষকে সজাগ থাকার পরামর্শ দিলেন তিনি। এদিকে, রাজ্যে কিছুদিন ধরে কোভিশিল্ডের অভাব শুরু হয়েছে। কোভিশিল্ডের অভাবের কারণে টিকাকরণ ব্যাহত হয়ে পড়ছে নানা স্থানে। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একাধিকবার চিঠি দিয়েছেন । কিন্তু তাঁরা কর্ণপাতও করছেন না।

তিনি প্রশ্ন করেছেন, বাংলার মানুষ কি ভারতের বাইরে? বাংলার মানুষ ভ্যাকসিন পাবার অধিকার থেকে বঞ্চিত। তাঁরা আশা করছেন, এ রাজ্যে ভ্যাকসিন আসবে। কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশ, গুজরাটে ভ্যাকসিন দিচ্ছে। বাংলাকে বাদ দেওয়া হয়েছে। যে তুঘলকী কারবার চালাচ্ছে কেন্দ্র সরকার, তার প্রতিবাদ হওয়ার প্রয়োজন আছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!