এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় এলেন বিজেপির দ্বিতীয় অমিত, চাপ বাড়ল কি তৃণমূল শিবিরের !

বাংলায় এলেন বিজেপির দ্বিতীয় অমিত, চাপ বাড়ল কি তৃণমূল শিবিরের !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ হিসেবে দেখছে বিজেপি। চলতি মাসের শুরুতেই পশ্চিমবঙ্গ সফর করে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এবার পশ্চিমবঙ্গে এলেন বিজেপি দ্বিতীয় অমিত। অর্থাৎ, বিজেপির আইটি সেলের সভাপতি অমিত মালব্য। গতকাল সোমবার পশ্চিমবঙ্গে এসেছেন তিনি। রাজ্যের জন্য বাড়তি দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে তাঁকে।

প্রসঙ্গত, বিজেপির আইটি সেলের সভাপতি অমিত মালব্যকে পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক করে তাঁকে রাজ্যের জন্য বিশেষ দায়িত্ব দেয়া হয়েছে। গত শুক্রবার রাতেই তাঁকে বিশেষ দায়িত্ব দিয়ে পশ্চিমবঙ্গে পাঠানোর ব্যাপারে বিজেপি সিদ্ধান্ত নিয়েছিল। এরপর গতকাল সোমবার রাতে পশ্চিমবঙ্গে এলেন অমিত মালব্য।

গতকাল রাতে দমদম বিমানবন্দরে নেমে তিনি জানালেন যে, আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে গৌরবময় অধ্যায় পুনঃস্থাপিত হতে চলেছে। রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি অভিযোগ করলেন যে, পিসির সরকারের দুর্নীতি, স্বজনপোষণ, অরাজকতাকে দূর করতে পশ্চিমবঙ্গে ২০০ টিরও বেশি আসনে জয়লাভ করবে বিজেপি। রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানালেন যে, রাজ্যে মমতা সরকারের শাসন এবার শেষ হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত বিজেপির আইটি সেলের সভাপতি অমিত মালব্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ। সোশ্যাল মিডিয়া ও সংবাদ-মাধ্যমে আরো ব্যাপকও আগ্রাসী ভাবে প্রচারের জন্য তাঁকে পশ্চিমবঙ্গে পাঠানো হলো। আইটি সেলের সভাপতি অমিত মালব্যের প্রধান দায়িত্ব হলো দেশজুড়ে বিজেপিকে আইটিতে সক্রিয় করে রাখা। এবার রাজ্যের জন্য বাড়তি দায়িত্ব নিলেন তিনি। তাঁর অধীনে পশ্চিমবঙ্গে বিজেপির আইটি সেল শক্তিশালী হয়ে উঠবে, সে বিষয়ে অনেকেই একমত।

এদিকে বিহারের বিজেপির জয় ও দেশ জুড়ে উপ-নির্বাচনে সাফল্য যথেষ্ট উদ্বুদ্ধ করেছে বিজেপিকে। তাই , এবারে বিজেপি সর্বশক্তি দিয়ে পশ্চিমবঙ্গ দখলের দিকে হাত বাড়িয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য বিজেপিকে ২০০ টি আসনের এর লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। পশ্চিমবঙ্গের দায়িত্ব পাওয়ার পর অমিত মালব্য টুইট করে জানালেন যে, বিজেপির জন্য পশ্চিমবঙ্গ রাজ্য খুব গুরুত্বপূর্ণ। তাই এ রাজ্যে কাজ করার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত গর্বিত।

প্রসঙ্গত বিজেপিতে যোগদানের পূর্বে অমিত মালব্য ব্যাংকে চাকরি করতেন। গত, ২০১৪ সালের নির্বাচনের পূর্বে তিনি চাকরি ছেড়ে দেন। প্রথমদিকে তাঁর দায়িত্ব ছিল বিজেপির সোশ্যাল মিডিয়াকে সক্রিয় করে তোলা। সফল ভাবে নিজের দায়িত্ব পালনের পর তাঁকে সম্পূর্ণ ভাবে দলের আইটি সেলের দায়িত্ব দেয়া হয়েছিল। এমনিতে আইটি সেলে বিজেপি যথেষ্ট এগিয়ে। তবে, সম্প্রতি তৃণমূলও এদিকে এগিয়েছে। অনেকেই বলে থাকেন যে, পিকের প্রচেষ্টাতেই আইটি সেলে শক্তিশালী হচ্ছে তৃণমূল। এবার অমিত মালব্য সরাসরি মোকাবিলা করবে পিকের। অনেকেই মনে করছেন যে, অমিত মালব্যের রাজ্যে আসার ফলে চাপ বাড়বে শাসকদল তৃণমূলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!