এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কোনো উন্নয়ন হয় নি? সংখ্যালঘুদের অপ্রাপ্তির তালিকা দীর্ঘ? মমতার ঘুম উড়িয়ে বিস্ফোরক সিদ্দিকী?

কোনো উন্নয়ন হয় নি? সংখ্যালঘুদের অপ্রাপ্তির তালিকা দীর্ঘ? মমতার ঘুম উড়িয়ে বিস্ফোরক সিদ্দিকী?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ক্রমশ নিজের শক্তি বাড়াচ্ছেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেন নতুন দল গড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। আজ হাওড়ার কেশবপুর থেকে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একাধিক বিষেদাগার করলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী।

শাসক দল তৃণমূলকেকে একহাত নিয়ে তিনি জানালেন যে, সংখ্যালঘুরা কখনোই কারো গোলাম নয়। তারা যেমন বামফ্রন্টের গোলাম নয়, গোলাম নয় কংগ্রেসের, তেমনি তারা শাসকদল তৃণমূলেরও গোলাম নয়। এবার তারা নিজেদের মতো করে দল করবেন। তিনি অভিযোগ করেছেন যে, বিভিন্ন রাজনৈতিক দল সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করেছে, তাদের ভয় দেখিয়ে তাদের গোলাম করে রেখেছে। কিন্তু তাদের প্রকৃত উন্নয়ন করেনি।

তিনি অভিযোগ করেছেন যে, সংখ্যালঘুরা যাকে বিশ্বাস করেছেন, তারাই সংখ্যালঘুদের ঠকিয়েছে। এ কারণেই সংখ্যালঘুরা এখন থেকে নিজেদের মতো করে দল করবেন। কেন্দ্রীয় আইন ‘CAA’ সম্পর্কে তিনি জানালেন যে, এই আইন মতুয়াদের বোকা বানানোর আইন। যা ২০০৩ সালেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে বিজেপি, তৃণমূল, সিপিএম সহ বহু রাজনৈতিক দলের সায় আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যে বিজেপি আসা প্রসঙ্গে তিনি জানালেন যে, বিজেপি ক্ষমতায় এলে শুধু তাদের ক্ষতি হবে না, ক্ষতি গোটা ভারতবাসীর। একারনেই বিজেপিকে রোখার দায়িত্ব শুধু তাদের নয়, এ দায়িত্ব সকলের। তবে তিনি জানান যে, বিজেপি ক্ষমতায় এলে সবচেয়ে বেশি ক্ষতি হবে মুখ্যমন্ত্রীর। কারণ মুখ্যমন্ত্রীর সিংহাসন চলে যাবে বিজেপি এলে। তবে, তিনি যেহেতু মুখ্যমন্ত্রী, বা অন্য কোন মন্ত্রী নন, তাই তাঁর হারানোর কোন ভয় নেই। শাসক দলের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, বিজেপির ভয় দেখিয়ে তাদের নিজেদের কাছে টেনে নেওয়ার চেষ্টা করছে শাসক দল।

শাসক দলের প্রতি তিনি জানালেন যে, শাসক দলের হাতে রাজ্যের ক্ষমতা আছে, যে ক্ষমতা তাদের হাতে নেই। পুলিশ চলে শাসকদলের কথায়, তাদের কথায় চলে না। তবে, এখন আর তারা শাসকদলের হাত করতে রাজি নন। তাঁরা নিজেদের মতো করে দল নিয়ে লড়বেন বলে জানালেন।

শাসক দল তৃণমূল বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন যে, শাসকদের শুধু তাদের সঙ্গে রাজনীতি করেছেন। তাদের প্রকৃত কোনো উন্নয়ন হয়নি। সংখ্যালঘুদের কোন প্রাপ্তিই ঘটেনি। শুধু শাসকদলের রাজনৈতিক স্বার্থের শিকার হয়েছে সংখ্যালঘুরা। একাধিক আর্থিক কেলেঙ্কারি নিয়েও তিনি কটাক্ষ করলেন রাজ্য সরকারকে। এভাবেই শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। বিহারের ভোটে মিমের ৫ টি আসনে সাফল্যলাভে আনন্দ প্রকাশ করতে দেখা গেল তাঁকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!