এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনা আবহে বড়সড় নির্দেশিকা বেলেঘাটা আইডির রুগীদের জন্য – জানুন বিস্তারিত

করোনা আবহে বড়সড় নির্দেশিকা বেলেঘাটা আইডির রুগীদের জন্য – জানুন বিস্তারিত

করোনার সঙ্গে অবিরাম যুদ্ধে বিজ্ঞানীরা প্রথম থেকেই বলে আসছেন প্রত্যেকটি মানুষকে মাস্ক ব্যবহার করার জন্য। করোনার জীবাণু নিঃশ্বাসের সঙ্গে যাতে শরীরে প্রবেশ করতে না পারে, তার জন্যই বিশেষজ্ঞদের মতে প্রত্যেকের মাস্ক ব্যবহার করা প্রয়োজন। সময় যত বাড়ছে, ততই করোনার প্রাদুর্ভাব পাল্লা দিয়ে বেড়েছে। এই অবস্থায় রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেককেই মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসক, বিজ্ঞানীরা।

এবার সেই পরামর্শকে পাথেয় করেই বেলেঘাটা আইডি হাসপাতালের প্রিন্সিপাল অনিমা হালদার নির্দেশ জারি করলেন, আইডি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি সমস্ত রোগীকে আবশ্যিকভাবে সার্জিকাল মাস্ক ব্যবহার করতেই হবে। প্রসঙ্গত, করোনা ভাইরাস সংক্রমণ রোধ করতে মুখে মাস্ক পড়া যে কতটা কার্যকর তা বুঝতে আর বাকি নেই কারোর। প্রথম দিকে অবশ্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কর্তারা জানিয়েছিলেন, যারা করোনা আক্রান্ত নন, তাঁদের মাস্ক পড়ার প্রয়োজন নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু কালে কালে তাঁদের সেই মত পরিবর্তন হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়, লকডাউনের মধ্যে রাস্তায় বেরোলে আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। করোনা সংক্রমণের শুরু থেকেই এ রাজ্যে বেলেঘাটা আইডি হাসপাতাল চিকিৎসাকেন্দ্র হয়ে ওঠে। পরবর্তীতে অবশ্য রাজ্যে আরো অন্যান্য করোনা হাসপাতাল, হেলথ সেন্টার এবং কোয়ারেন্টাইন সেন্টারের সংখ্যা বাড়ানো হয়। তবে বলাই বাহুল্য, সংক্রামক রোগ নির্ধারণের ক্ষেত্রে বেলেঘাটা আইডি হাসপাতালই যে শেষ কথা বলবে তা বলাইবাহুল্য। তাই মনে করা হচ্ছে, মাস্ক ব্যবহারের এই নির্দেশ রাজ্যের অন্যান্য করনা হাসপাতালগুলিও যে সবিস্তারে মেনে চলবে তা একপ্রাকার নিশ্চিত।

বেলেঘাটা হাসপাতালের প্রিন্সিপাল অনিমা হালদার এই নির্দেশ জারি করার সময় রীতিমতন ছবি এঁকে বুঝিয়ে দিয়েছেন কেন সার্জিকাল মাক্স করার প্রয়োজন! তাঁর দাবি, মাস্ক পড়লে অবশ্যই করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কিছুটা কমে। যদিও বিশেষজ্ঞদের মতে, মাস্ক-স্যানিটাইজার ইত্যাদি ব্যবহার করে করোনাকে কতদূর আটকানো যাবে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছেনা। কারণ এখনও পর্যন্ত করোনার কোন প্রতিষেধক আবিষ্কার হয়নি। অতএব করোনাকে হারানোর লড়াই যে খুব সহজ নয় তা এতদিনে পরিষ্কার সবার কাছে। কিন্তু তার মধ্যেই বিজ্ঞানী থেকে চিকিৎসক প্রত্যেকেই এই অসম যুদ্ধ চালিয়ে যাবার অঙ্গীকার করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!