এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিশ্বভারতীর রাস্তা ফেরতের দাবি জানিয়ে অবস্থান-বিক্ষোভ ও প্রতীকী অনশনে বসলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

বিশ্বভারতীর রাস্তা ফেরতের দাবি জানিয়ে অবস্থান-বিক্ষোভ ও প্রতীকী অনশনে বসলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুখ্যমন্ত্রীর সফরের সময়ে বিশ্বভারতীর একটি রাস্তা অধিগ্রহণের কথা জানানো হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। আজ বিশ্বভারতীর সেই রাস্তা ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভের আয়োজন করলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। আজ ছাতিমতলায় অবস্থান-বিক্ষোভে যোগদান করলেন বিশ্বভারতীর উপাচার্য ছাড়াও, অধ্যাপক, কর্মী ও বেশকিছু শিক্ষার্থী। অবস্থান-বিক্ষভের সঙ্গে সঙ্গেই প্রতীকী অনশনে বসলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

এদিকে, বিশ্বভারতীর প্রধান ফটকের বাইরে উপাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে অবস্থান-বিক্ষোভ করলেন বেশকিছু শিক্ষার্থী। জোর করে তাঁরা ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের প্রথমে বচসা বাধে, পরে শুরু হয় ধস্তাধস্তি। আবার, আজ সকালে বেশকিছু হস্তশিল্প ব্যবসায়ী উপাসনা গৃহের সামনের রাস্তার ধারে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করলেন। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তাদের বিক্ষোভ কর্মসূচি চলে। অন্যদিকে গতকাল রাতে উপাসনা গৃহের চারদিকে বিজেপির পতাকা পাওয়া যায়। যা নিয়ে ব্যাপক রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

তবে কে বা কারা এই পতাকা দিয়েছে? তা এখনো জানা যায়নি। বিশ্বভারতীতে বিজেপির পতাকা ও সেই সঙ্গে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে সমর্থন জানিয়ে বেশ কিছু পোস্টার পাওয়া গেছে। যে পোস্টর গুলিতে লেখা আছে, ” আমরা অনুপম হাজরা ও উপাচার্য বিদুৎ চক্রবর্তীর পাশে আছি৷ ” আজ সকালে বিশ্বভারতীর তালধ্বজ বাড়ি, উপাসনা গৃহ, ছাতিমতলা সামনে এই পোস্টার ও বিজেপির পতাকা পাওয়া গেছে। আজ সকালে পোস্টার ও বিজেপির পতাকা দেখার পর এগুলো খোলার কাজ শুরু করে দিয়েছেন বিশ্বভারতীর নিরাপত্তাকর্মীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি অভিযোগ করেছে যে, তাদের নামে কুৎসা রটাতেই ষড়যন্ত্র করে তৃণমূল একাজ করেছে। তবে, তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিশ্বভারতীকে রাজনৈতিক আখড়ায় পরিণত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। তবে বিশ্বভারতীর ভেতরে এভাবে কোন রাজনৈতিক দলের পোস্টার ও পতাকা ইতি পূর্বে দেখা যায়নি।

কিছুদিন আগে বিশ্বভারতীর সামনে তৃণমূলের পতাকা টাঙিয়ে, মাইক, ডিজে বক্স বাজিয়ে বিশ্বভারতীর উপাসনা গৃহ থেকে কালিসায়ের মোড় পর্যন্ত রাস্তার উদ্বোধন করেছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। যে ঘটনায় তীব্র বিতর্কর সৃষ্টি হয়েছিল। তারপর আজ বিশ্বভারতীর উপাসনা গৃহ সহ বিভিন্ন স্থানে বিজেপির পতাকা টাঙানো নিয়ে আবার শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!