এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বজবজে তৃণমূল কাউন্সিলরকে গুলি কান্ডে সামনে এল নতুন তথ্য

বজবজে তৃণমূল কাউন্সিলরকে গুলি কান্ডে সামনে এল নতুন তথ্য


বজবজের কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিঠুন ঠিকাদারের গুলি লেগেছে বলে প্রথমে মনে করা হলেও অবশেষে সোমবার গভীররাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বেশ কয়েক ঘণ্টার অস্ত্রোপচারের পর বোমা ফেটে আহত হয়েছেন এই তৃণমূল কাউন্সিলর বলে প্রমাণ পাওয়া যায়।

তবে বর্তমানে সেই সব সপ্লিন্টার গুলো সেই তৃণমূল কাউন্সিলরের দেহ থেকে বের করা হলেও এখনও তিনি বিপদমুক্ত নন বলেই মনে করছেন চিকিৎসকরা। কিন্তু গুলির বদলে চিকিৎসকদের তরফে বোমা লাগার কথা শুনে কিছুটা আশ্চর্য প্রত্যক্ষদর্শীরাও। কেননা গত সোমবার রাতে দুজন ব্যক্তি পরপর যেভাবে এই তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল তখন অনেকেরই মনে হয়েছিল যে তিনি গুলিবিদ্ধ হয়েছেন।

পরে দুষ্কৃতীরা এলাকা দিয়ে বোমা ফাটাতে ফাটাতে চলে যায়। আর তখনই দেখা যায় যে রক্তাক্ত অবস্থায় সেই তৃণমূল কাউন্সিলর মিঠুন ঠিকাদার পার্টি অফিসের সামনে পড়ে আছেন। পরে পুলিশ এসে উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু এবার চিকিৎসকের পক্ষ থেকে গুলি লাগলেও বোমার সপ্লিন্টার সেই তৃণমূল কাউন্সিলরের দেহ থেকে বের করায় অবাক অনেকই। তাহলে কি বোমাই লেগেছিল এই তৃণমূল কাউন্সিলরের? এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে সকলের মনে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজাও। ইতিমধ্যেই এই ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ কায়েস এবং মহম্মদ কামালের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আহত তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের দাবি, এই দুইজনই সেই কাউন্সিলরের বিরুদ্ধ গোষ্ঠী। তারাই সুপারি দিয়ে মিঠুন ঠিকাদারকে হত্যা করার চেষ্টা করেছিল।

অন্যদিকে বিজেপির তরফেও এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফসল বলেই মন্তব্য করা হয়েছে। তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বজবজ পুরসভায় তৃণমূলের ভাইস চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত। এদিন তিনি বলেন, “বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে।”

অন্যদিকে যাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তারাই এহেন হামলা করছে বলে মন্তব্য করেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের পুরো ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। সব মিলিয়ে বজবজের তৃণমূল কাউন্সিলরকে গুলি করার ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!