এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রাক্তন পুলিশ কমিশনারের চাপ বাড়িয়ে এবার নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তের দাবি করলেন দিলীপ ঘোষ

প্রাক্তন পুলিশ কমিশনারের চাপ বাড়িয়ে এবার নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তের দাবি করলেন দিলীপ ঘোষ


করোনা ভাইরাসের মধ্যেই একটি ভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন ছড়িয়ে পড়ে গোটা রাজ্য জুড়ে। যেখানে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি তথা রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী এবং শাশুড়ির মৃতদেহ উদ্ধার হয়। যেখানে দুজনকে দুটি ঘর থেকে উদ্ধার করা হয়েছে বলে খবর।

আর এরপরই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঠিক কি কারণে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী এবং শ্বাশুড়ী মৃত্যু হল, তা নিয়ে নানা মহলে তৈরি হয় প্রশ্ন। আর এবার এই বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী শর্মিষ্ঠা কর পুরকায়স্থের এক আত্মীয় এদিন বিধাননগর পুলিশ কমিশনারকে ফোন করেন।আর তারপর বলেন, মা, মেয়ে ফোন ধরছেন না। আর এরপরেই বিধাননগর উত্তর থানার পুলিশ সেই বাড়িতে গিয়ে দরজা ভেঙে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী এবং শ্বাশুড়ীর মৃতদেহ উদ্ধার করে। এদিন এই ঘটনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “যেভাবে বন্ধ ঘর থেকে দেহ উদ্ধার করা হয়েছে, তাতে মৃত্যুর পেছনে রহস্য রয়েছে। আমরা এই ঘটনার সঠিক তদন্ত চাই।”

জানা গেছে, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী শর্মিষ্ঠা কর পুরকায়স্থ বিজেপির সদস্য ছিলেন। গত নির্বাচনে তিনি বিজেপির হয়ে কাজও করেছিলেন বলে খবর। আর এই সমস্ত কথা তুলে ধরে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সব মিলিয়ে এখন তদন্তে ঠিক কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!