এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূলের তীব্র গোষ্ঠীকোন্দল উত্তরবঙ্গের এই জেলাতে, একেবারে ব্যক্তি আক্রমণ দলের নেতাদের

তৃণমূলের তীব্র গোষ্ঠীকোন্দল উত্তরবঙ্গের এই জেলাতে, একেবারে ব্যক্তি আক্রমণ দলের নেতাদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কোচবিহার জেলাতে তৃণমূলের গোষ্ঠীকোন্দল কোনো নতুন ব্যাপার নয়। ইতিপূর্বে বারবার গোষ্ঠী কোন্দল, দলের দুই বিবাদমান গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটতে দেখা গেছে এই জেলায়। যার সুবিধা পেয়েছে বিজেপি। এবার তৃণমূলের তীব্র গোষ্ঠী কোন্দল দেখা যাচ্ছে কোচবিহার জেলায়। যেখানে তৃণমূল নেতারা একে অপরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন। রবীন্দ্রনাথ ঘোষের অনুগামীদের সঙ্গে পার্থ প্রতিম রায়ের অনুগামীদের শুরু হয়েছে বিরোধ।

কোচবিহার তৃণমূলের সাধারণ সম্পাদক খোকন মিয়াঁ যিনি রবীন্দ্রনাথ ঘোষের অনুগামী বলে পরিচিত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি কটাক্ষ করেছেন দুই তৃণমূল নেতা পরেশ অধিকারী ও উদয়ন গুহকে। যারা পার্থ প্রতিম রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। তাদের বিরুদ্ধে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, এদের সম্পর্কে আগামীকাল থেকে অনেক কিছু তিনি বলতে চান। এই দুজনে বাচ্চার জন্ম না দিয়েও বাবা হয়েছেন। এবার খেলা হবে।

তাঁর এই বক্তব্যের জবাবে উদয়ন গুহ পোস্ট করেছেন যে, খেলার আগে তিনি তাঁর নামের বানানটা ঠিক করে নিন, না হলে লোকে তাঁকে মূর্খ বলে মনে করবে। তবে, যাই করুন তিনি হলেন তাঁর সহকর্মী। তিনি জানালেন, মাদার টেরিজার জন্ম না দিয়েও হাজার হাজার সন্তানের মা হয়েছেন। তা হয়তো জানেন না তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, তৃণমূল নেতা খোকন মিয়াঁ অভিযোগ করেছেন যে, কিছুদিন আগে তুফানগঞ্জে পার্থ প্রতিম রায়ের এক সভাতে রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় কৃষ্ণ বর্মনকে অসম্মান করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পরেশ অধিকারী ও উদয়ন গুহ। তিনি অভিযোগ করেছেন, জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায়ের বয়স কম। তাঁকে উস্কানি দিচ্ছেন দলের কিছু প্রবীণ নেতা। তিনি অভিযোগ করেছেন, যারা শুরু থেকে অনেক কষ্ট করে দলকে প্রতিষ্ঠা করেছেন, তাঁদেরকে অপমান কোনোভাবেই মেনে নেয়া হবে না।

এর পাল্টা জবাবে পার্থ প্রতিম রায়ের অনুগামীরা জানিয়েছেন যে, জেলা সভাপতি হিসেবে পার্থ প্রতিম রায়কে অনেকেই মানতে চান না। এরাই দল বিরোধী কাজ করে দলের ক্ষতি করছেন। অন্যদিকে, এ সম্পর্কে পার্থপ্রতিম রায় জানিয়েছেন যে, অনেকেই দলের ব্যাপার নিয়ে ফেসবুকে নিজের মতামত জানিয়েছেন। তিনি বলতে চান যে, ফেসবুকে দলের হয়ে প্রচার করা যেতে পারে। কিন্তু এমন কিছু না লিখতে, যার ফলে বিভ্রান্তি ছড়াতে পারে।

অন্যদিকে, এ প্রসঙ্গে কোচবিহার জেলা তৃনমূলের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মন জানালেন যে, বামেদের বিরুদ্ধে লড়াই করে তাঁরা দলকে সংগঠিত করেছেন। সেখানে এরকম কিছু বক্তব্য দলের ক্ষতি করছে দেখে, খুব কষ্ট হচ্ছে। অন্যদিকে, এ প্রসঙ্গে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন যে, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন। এভাবেই , কোচবিহারে তৃণমূলের গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে। দলের এই তীব্র গোষ্ঠী কোন্দল দলের অস্বস্তি’ যথেষ্টভাবে বাড়িয়ে দিয়েছে বলেই, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!