এখন পড়ছেন
হোম > অন্যান্য > মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন জট এখনও বহাল, উদ্বেগে বহু শিক্ষার্থীরা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন জট এখনও বহাল, উদ্বেগে বহু শিক্ষার্থীরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে ব্যাপক টানাপোড়েন চলছে রাজ্যজুড়ে। মাধ্যমিক শেষ হওয়া মাত্রই করোনা শুরু হয়ে যায়, আর তার মধ্যেই কোনরকমে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করা হয়। কিন্তু এ বছরে পরিস্থিতি আরো খারাপ। ইতিমধ্যেই সিবিএসসি, আইসিএসসি তাঁদের পরীক্ষা বাতিল করেছে।

অন্যদিকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়ার দিকে। তবে শিক্ষার্থীদের জন্য মূল্যায়ন কিভাবে করা হবে, তা দু-একদিনের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে গতকাল নবান্ন থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল শিক্ষা দপ্তরের উদ্দেশ্যে জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের কথা ভেবেই যেন সিদ্ধান্ত নেওয়া হয়।

পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কিভাবে মূল্যায়ন হবে, তা নিয়ে ইতিমধ্যেই একটি রিপোর্ট পৌঁছেছে নবান্নে। সেই রিপোর্ট ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে সিবিএসসি, আইসিএসসি বোর্ড এর ছাত্র-ছাত্রীদের নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকে নজর রেখেছে রাজ্য।

আর তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন নিয়ে ঘোষণায় কিছুটা দেরি হচ্ছেইয়বলে মনে করা হচ্ছে। তবে মাধ্যমিকের মূল্যায়নের জন্য মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল এবং দশম শ্রেণীর ইন্টার্নাল ফলাফল দেখে মাধ্যমিকের বিচার করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রাথমিকভাবে মধ্যশিক্ষা পর্ষদের এই প্রস্তাবে গ্রিন সিগন্যাল দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মধ্যশিক্ষা পর্ষদের পর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকেও ছাত্র-ছাত্রীদের মূল্যায়নের জন্য প্রস্তাব নিয়ে আসা হয়েছে। এবং সেই প্রস্তাবই খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে মাধ্যমিকে প্রাপ্ত নম্বরকে গুরুত্ব দেওয়া হবে। একইসাথে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার নাম্বার এবং উচ্চমাধ্যমিকের জমা পড়া প্রাক্টিক্যাল ও প্রজেক্ট ওয়ার্ক এর নাম্বারের উপর ভিত্তি করে উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে মূল্যায়ন করা হবে বলে জানা গিয়েছে স্কুল শিক্ষা দপ্তর দপ্তর এর পক্ষ থেকে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর মূল্যায়ন নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজকে বৈঠকে বসতে পারেন বলে খবর। রাজ্যজুড়ে এই মুহূর্তে করোনার সংক্রমণ কিছুটা নিম্নমুখী। সেক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া অস্বাভাবিক নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য সরকার। এক্ষেত্রে বর্তমানে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক নিয়ে যে একটা টানাপোড়েন চলছে, তা নিয়ে কোন সন্দেহ নেই। এবং এই টানাপোড়েন যে ছাত্র-ছাত্রীদের উদ্বেগ ক্রমশ বাড়িয়ে চলছে, সে ব্যাপারে একমত সবাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!