মুকুল রায়ের বিজেপিতে যোগদান‘‘সাজানো ঘটনা’’বিস্ফোরক মন্তব্য কংগ্রেস নেতার রাজ্য December 4, 2017 মুকুল রায়ের বিজেপিতে যোগদান ‘সবটাই আসলে সাজানো ঘটনা’ বিস্ফোরক মন্তব্য কংগ্রেস নেতার।মুকুল রায়ের বিজেপিতে যোগদান নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় ছিল অনেকদিন এখনো এ এক গরম খবর। মুকুল বিজেপিতে গেলেও তাঁর ছেলে কেন এখনো তৃণমূলে এই নিয়ে বাপ্ বেটা গট-আপ গেম বলে অভিযোগ করলেও ‘‘সবটাই আসলে সাজানো ঘটনা’’ এমন অভিযোগ আগে কেউ করেন নি। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সংবাদ অনুযায়ী শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠকে এসেছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি আলবিরুনী জুলকারনাইন এবং বিধায়ক শঙ্কর মালাকার।সেখানেই বিশ্ববাংলা প্রসঙ্গ উঠতেই আলবিরুনী দাবী করেন ‘‘বিশ্ব বাংলা নিয়ে আমরাই প্রথম আন্দোলন শুরু করেছিলাম। আমরাই আন্দোলন চালাব।’’আর মুকুল রায়ের বিজেপিতে যোগ নিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার।তিনি বলেন, ‘‘সবটাই আসলে সাজানো ঘটনা।’’কেন এমন কথা বললেন এই নিয়েই বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। তবে এই নিয়ে তৃণমূল ,বিজেপি,কিংবা স্বয়ং মুকুল বাবুর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এর সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়। আপনার মতামত জানান -