এখন পড়ছেন
হোম > জাতীয় > ২০১৯-এ প্রধানমন্ত্রী হিসাবে দেশ চাইছে কাকে? টাইমস গ্রূপের সমীক্ষায় উঠে এল বড় তথ্য

২০১৯-এ প্রধানমন্ত্রী হিসাবে দেশ চাইছে কাকে? টাইমস গ্রূপের সমীক্ষায় উঠে এল বড় তথ্য


দেখতে দেখতে চার বছর পার হয়ে গেল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের। আর একবছরও বাকি নেই দেশের পরবর্তী লোকসভা নির্বাচনের জন্য, আর তাই ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত স্বঘোষিত মোদী-বিরোধী নেতারা দেশের আঞ্চলিক দলগুলিকে একত্রিত করে কড়া টক্কর দেওয়ার চেষ্টা করছেন নরেন্দ্র মোদীকে, অন্যদিকে অবশেষে রাহুল গান্ধীর হাতে দলের ভার দিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে কংগ্রেস। আর সর্বোপরি গেরুয়া শিবির আরো একবার নরেন্দ্র মোদী-অমিত শাহের কাঁধে ভর দিয়ে দিল্লির মসনদ দখলের চেষ্টায়। ফলে স্বাভাবিকভাবেই গোটা দেশের রাজনীতিতেই এখন মুখ্য চর্চার বিষয় কি হবে ২০১৯-এ? প্রধানমন্ত্রীর আসনে বসবেন কে?

এই পরিস্থিতিতে সর্বভারতীয় সংবাদসংস্থা টাইমস গ্রূপ, দেশের ৯ টি ভাষায়, তাদের ৯ টি মিডিয়ায় এক অনলাইন পোলের আয়োজন করে। সেই পোলে অংশগ্রহণ করেন দেশের প্রায় সাড়ে ৮ লক্ষ মানুষ বলে দাবি ওই সংবাদসংস্থার। গত ২৩-২৫ মের মধ্যে করা সেই অনলাইন সমীক্ষা অনুযায়ী দেশের মানুষের কাছে প্রধানমন্ত্রী হিসাবে এখনো ভরসার নাম নরেন্দ্র মোদী। ওই সমীক্ষা অনুযায়ী দেশের প্রায় ৭১.৯% মানুষ নরেন্দ্র মোদীকেই আবারো প্রধানমন্ত্রীর কুর্সিতে দেখতে চান। এই সমীক্ষায় ১১.৯৩% ভোট পেয়ে দ্বিতীয়স্থানে আছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অন্যদিকে, সম্মিলিতভাবে অন্যান্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী হেভিওয়েট রাজনৈতিক নেতা-নেত্রীরা ১৬.১২% ভোট বেশ খানিকটা পিছনে। এবার একনজরে দেখে নেওয়া যাক ওই সমীক্ষায় করা অন্যান্য প্রশ্নের উত্তরে সাধারণ মানুষ কি রায় দিয়েছেন?

প্রধানমন্ত্রী হিসাবে কেমন কাজ করেছেন নরেন্দ্র মোদী?
খুব ভাল – ৪৭.৪%
ভাল – ২০.৬%
মোটামুটি – ১১.৩৮%
খারাপ – ২০.৫৫%

প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী কোন কাজটি সবথেকে ভালো করেছেন?
জিএসটি – ৩৩.৪২%
নোট বাতিল – ২১.৯%
সার্জিক্যাল স্ট্রাইক – ১৯.৮৯%
জন ধন যোজনা – ৯.৭%

প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী কোন কাজে সবথেকে বেশি ব্যর্থ?
কর্মসংস্থান – ২৮.৩%
নোট বাতিল – ২২.২%
কৃষি সমস্যা – ১২.৫৮%
কাশ্মীর নীতি – ১৪.২৮%

নরেন্দ্র মোদী কর্মসংস্থান নিয়ে কেমন কাজ করেছেন?
খুব ভালো – ২১.২৮%
ভালো – ৩৭.২৯%
খারাপ – ৩৬.০৩%
জানি না/বলতে পারব না – ৫.৪%

নরেন্দ্র মোদী জামানায় সংখ্যালঘুরা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন?
হ্যাঁ – ৩০.০১%
না – ৫৯.৪১%
জানি না/বলতে পারব না – ১০.৫৮%

নরেন্দ্র মোদী জামানায় কি বিশেষহ নীতির উন্নতি হয়েছে?
খুব ভালো – ৬২.৬৩%
ভালো – ১৭.৪৩%
খারাপ – ১৫.৮৪%
জানি না/বলতে পারব না – ৪.১%

২০১৯ সালে বিজেপি বিরোধী বৃহত্তর মহাজোট কি আদৌ কার্যকরী হবে?
হ্যাঁ – ২৮.৯৬%
না – ৫৭.১২%
জানি না/বলতে পারব না – ১৩.৯২%

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!