এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার বাঘের বাচ্ছাদের নামকরণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এবার বাঘের বাচ্ছাদের নামকরণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যে সদ্য হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে এসেছে দাপটের জয়। তার উপরে স্বঘোষিত ‘শত্রু’ বিজেপি শত চেষ্টা করেও কর্নাটকে সরকার গড়তে পারেনি, উল্টে তাঁর দেখানো পথে আরো দৃঢ় হয়েছে ফেডারেল ফ্রন্টের বন্ধন। ফলে অত্যন্ত খোশমেজাজে আপাতত রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস মহানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমতলের গ্রামীণ ভোটে একাধিপত্য দেখিয়ে এবারে আপাতত তাঁর পাখির চোখ পাহাড়ে ঘাসফুলের জয়পতাকা ওড়ান। আর সেই কাজেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর করতে চলেছেন। সেখানে পর্যটনের ভরা মরশুমে উপস্থিত থেকে একদিকে তিনি যেমন রাজ্যের পর্যটন শিল্পকে উৎসাহিত করবেন, অন্যদিকে তেমনই চলবে রাজনৈতিক ঘুঁটি সাজানোর কাজ।

কিন্তু এসবের মধ্যেও আরেকটি বিশেষ কাজের দায়িত্ত্ব নিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতে তিনি শিল্প-মনোভাবাপন্ন, যে কোনো বিষয়ের নামকরণ করতে অত্যন্ত পছন্দ করেন। তাঁর হাত ধরে রাজ্য একদিকে যেমন দেখেছে বিভিন্ন ‘শ্রী’ প্রকল্প, অন্যদিকে মনীষীদের স্মরণে রাস্তা বা মেট্রো স্টেশনের নাম। আর এবার তিনি সেই পথেই নামকরণ করতে চলেছেন বাঘের বাচ্ছাদের। সূত্রের খবর, উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্কের একমাত্র বাঘিনী শীলা সম্প্রতি ৩ টি বাচ্ছার জন্ম দিয়েছে, ফলে সাফারি পার্কের বর্তমান বাঘের সংখ্যা বেরে দাঁড়িয়েছে ৬। আর মুখ্যমন্ত্রী তাঁর উত্তরবঙ্গ সফরকালে এই ৩ নতুন অতিথির নামকরণ করতে চলেছেন বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। এই ঘটনায় উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্কের অধিকর্তার অতিমাত্রায় উৎসাহিত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!