এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপিতে শুরু অন্তর্কলহ? নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠছে নতুন দল জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস?

বিজেপিতে শুরু অন্তর্কলহ? নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠছে নতুন দল জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিতে তৎপর ভারতীয় জনতা পার্টি। তৃণমূল ভাঙিয়ে নিজেদের দলে নেতা-কর্মীদের যোগদান করিয়ে ঘাসফুল শিবিরকে চাপে রাখতে উদ্যোগী তারা। তবে বিজেপির সবথেকে বড় সমস্যা তাদের দলের গোষ্ঠী কোন্দল। বিভিন্ন জায়গায় নতুন বনাম পুরনো বিজেপি নেতা কর্মীদের মধ্যেকার দ্বন্দ্ব কিভাবে সামাল দেওয়া যাবে, এখন তা নিয়ে চিন্তায় রয়েছে গেরুয়া শিবির। আর এই পরিস্থিতিতে বিজেপির অস্বস্তি বাড়িয়ে নতুন একটি বিকল্প রাজনৈতিক মঞ্চ রাজ্যে ফের মাথাচাড়া দিতে চলেছে বলে মনে করা হচ্ছে।

বস্তুত, রাজ্যে “জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস” নামে একটি দল বহুদিন ধরেই রয়েছে। যার সভাপতি ছিলেন অমিতাভ মজুমদার। কিন্তু তিনি এখন পরলোকগমন করেছেন। তবে সেই দল এখনও রয়ে গিয়েছে এবং তার বর্তমান রাজ্য সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন ফরিদ খান। তাই এই পরিস্থিতিতে বিজেপি থেকে এই দলে এক বড় নেতা যোগদান করতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছে বাংলার রাজনৈতিক মহলে।

জানা গেছে, হেভিওয়েট সেই বিজেপি নেতা এই জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসে যোগদান করে আগামী বিধানসভা নির্বাচনে যেমন বিজেপির অস্বস্তি বাড়িয়ে দেবেন, ঠিক তেমনই অস্বস্তি বাড়াবেন তৃণমূল কংগ্রেসের। অনেকে বলছেন, বেশ কিছুদিন ধরেই তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া সবথেকে প্রভাবশালী নেতা আবার তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। সেদিক থেকে সেই নেতা যদি এই দলের হাল ধরেন, তাহলে তিনি বিজেপির বিক্ষুব্ধদের যেমন পাশে পাবেন, ঠিক তেমনই তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক নিজেদের দিকে আনার চেষ্টা করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার ফলে এই রাজনৈতিক দল আগামী 2021 এর বিধানসভা নির্বাচনের আগে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে বাংলার রাজনীতিতে। অন্যদিকে এই জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলটি সংখ্যালঘু ভোটকে টার্গেট করে আগামী বিধানসভা নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলার চেষ্টা করছে। আর বিধানসভা নির্বাচনে তারা যদি সাফল্য পায়, তাহলে কোনো একটি রাজনৈতিক দল হয় তৃণমূল, নয় বিজেপির সঙ্গে জোট করে নির্নায়ক শক্তি স্থাপন করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

তবে যেভাবে গুঞ্জন ছড়িয়েছে যে, কোনো এক হেভিওয়েট বিজেপি নেতা এই দলে যোগদান করতে পারেন এবং তা যদি সত্যি হয়, তাহলে বিজেপির অস্বস্তি বিধানসভা নির্বাচনের আগে অনেকটাই বৃদ্ধি পাবে। অন্যদিকে তৃণমূলে এখন সবথেকে বড় সম্পদ সংখ্যালঘু ভোট ব্যাংক। তাই যদি এই রাজনৈতিক দলে সেই হেভিওয়েট বিজেপি নেতা যোগ দেন এবং তিনি যদি এই ভোট আদায় করতে সক্ষম হন, তাহলে আগামী নির্বাচনে শাসকদলের অস্বস্তি ক্রমশ বৃদ্ধি পাবে। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!