মুকুলের হাত ধরে ফের অন্য দল ছেড়ে বিজেপিতে যোগদান রাজ্য February 26, 2018 ফের অন্য দল ছেড়ে বিজেপিতে যোগ দিলো প্রায় ৫০০ জন কর্মী-সমর্থক।এদিন হালিশহরে বিজেপি-র দলীয় কার্যালয়ে বৈঠক করেন মুকুল রায়। আর সেখানেই কমপক্ষে নানা দল ছেড়ে প্রায় ৫০০ জন বিজেপি -তে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মুকুলবাবু। এরপর তিনি বলেন যে, “পঞ্চায়েতে বিজেপি সব আসনে প্রার্থী দেবে। লড়াই হবে। এক ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না। আমরা চাই তৃণমূল বিরোধী মানুষ বিজেপি -র উপর ভরসা রাখুক। কারণ, বিজেপি -ই একমাত্র দল যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারে।” আপনার মতামত জানান -