এখন পড়ছেন
হোম > রাজ্য > ভারতী ঘোষ প্রসঙ্গে এবার মুখ খুললেন শুভেন্দু অধিকারী

ভারতী ঘোষ প্রসঙ্গে এবার মুখ খুললেন শুভেন্দু অধিকারী


প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ প্রসঙ্গে এবার মুখ খুললেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। ঝাড়গ্রাম সহ সমগ্র জঙ্গলমহলের কোনায় কোনায় কান পাতলে শোনা যাবে ভারতী ঘোষের অপকর্মের কাহিনি এমনটাই দাবি পরিবহণমন্ত্রীর। ভারতী ঘোষ বর্তমান রাজ্য রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ নাম। এক সময়ের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ ভারতীদেবী আজ কেন এত দূরে চলে গেলেন তা নিয়ে কম জলঘোলা হয়নি। এখনো সেই প্রসঙ্গ প্রাসঙ্গিকতা রাখে। বার বার গোপন আস্তানা থেকে বোমা ফাটাচ্ছেন এছাড়া রাজ্যের পূর্ব মেদিনীপুরের এক দাপুটে নেতা র নামেও নানা অভিযোগ করেছেন যদিও কোথাও নাম নেননি কিন্তু তবুও রাজনৈতিকমল বিশেষ নেতার দিকেই নির্দেশ করছেন। এবার এই সব নিয়েই মুখ খুললেন শুভেন্দুবাবু। প্রসঙ্গতঃ ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের সময় জঙ্গলমহলে একই সাথে কাজ করেছিলেন ভারতী এবং শুভেন্দু। জানা যাচ্ছে ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে ওঁদের সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে যা সবং উপনির্বাচনের ফলাফলের পর প্রকাশ্যে আসে। এর পরবর্তীতে রাজ্য প্রশাসনের বিরাগ ভাজন হতে থাকেন ভারতী দেবী। ২০১১ সালে জঙ্গলমহলে এক সাথে কাজ করার সময়ের সূত্র ধরে তাঁরা রাজনৈতিক প্রতিদ্বন্দী নয় একথাও উল্লেখ করে শুভেন্দু বাবু বলেন , “ভারতী ঘোষ আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নয়, ওনাকে নিয়ে আমি কেন মন্তব্য করব বাঁ গুরুত্ব দেব ? ঝাড়গ্রাম বা জঙ্গলমহলের যেকোনো চায়ের দোকানে দাঁড়িয়ে খোঁজ নিলেই ভারতী ঘোষের কীর্তির কথা জানা যাবে।”তিনি আরো বলেন যে , “ভারতী ঘোষ অত্যন্ত অসংলগ্ন কথা বলছেন। যার উত্তর দেওয়ার কোনও মানেই হয় না।” শুভেন্দু বাবু মনে করেন যে আইনের পথেই ভারতী দেবী তাঁর কাজের জবাব পেয়ে যাবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!