অনুব্রত মন্ডলের নামে অভিযোগ দায়ের করলো দলেরই অপর একটি গোষ্ঠী বিশেষ খবর রাজ্য December 21, 2017 বীরভূমের সিউড়ি থানার কড়িধ্যা গ্রামে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের নামে অভিযোগ দায়ের করলো দলেরই অপর একটি গোষ্ঠী। বুধবার সকালে কড়িধ্যা গ্রামের ডোম পাড়ায় অস্থায়ী প্যান্ডেল ও দলের পতাকা টাঙিয়ে জমি জবরদখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ। জমির দাবিদার হারাধনবাবু ১৪৪ ধারায় সিউড়ি আদালতে অভিযোগ দায়ের করে জানান যে কিছু স্থানীয় নেতা জেলা সভাপতির নামে অপপ্রচার চালাচ্ছে। পঞ্চায়েত প্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা প্রবীরবাবু জানান, শীত থেকে বাঁচতে কিছু ছেলে ওখানে প্যান্ডেল করেছিল। যদিও জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল ইতিমধ্যেই সেই ছবি, পতাকা, প্যান্ডেল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। সিউড়ির বক্রেশ্বর রাস্তার পাশে ডোম পাড়ার স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই জমি নিয়ে বিবাদ, আদালতে মামলা পর্যন্ত গড়িয়েছে ও ওই জমির দখল নিয়ে স্থগিতাদেশ আছে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। অথচ বিতর্কিত সেই জায়গায় কালি ঠাকুরের বেদী তৈরি করে পুজো শুরু করেন প্রবীরবাবুর অনুগামী সমর্থকেরা বলে অভিযোগ। সরকারি কর্মচারি সংগঠন তৃণমূল ফেডারেশনের জেলা কমিটির সদস্য হারাধনবাবু জানান দলের ভাবমূর্তি ক্ষুন্নের চেষ্টা চলছে। শেষ অবধি অনুব্রত মন্ডল পঞ্চায়েত প্রধান কে নির্দেশ দেন দু’পক্ষকে নিয়ে আলোচনায় বসে সমাধান করে নিতে। আপনার মতামত জানান -