এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আক্রান্ত হওয়ার আগে বঙ্গ বিজেপির আধডজন নেতা অমিত শাহের সংস্পর্শে! কেমন আছেন সকলে?

করোনা আক্রান্ত হওয়ার আগে বঙ্গ বিজেপির আধডজন নেতা অমিত শাহের সংস্পর্শে! কেমন আছেন সকলে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শরীরের যে করোনা ভাইরাসের জীবাণু রয়েছে, তা কেউ জানত না। তাই সাদা মনে কাদা না থাকা বঙ্গ বিজেপির একাধিক জনপ্রতিনিধি থেকে শুরু করে নেতা সম্প্রতি অমিত শাহের ঘরে গিয়ে বৈঠক করেছেন। আর তারপরেই অমিত শাহ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় এখন রীতিমত ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন বাংলার একাধিক বিজেপি সাংসদ থেকে শুরু করে হেভিওয়েট নেতারা।

তাদের শরীরেও করোনা ভাইরাস সংক্রমিত হয়ে গেল কি না, তা নিয়ে চিন্তায় আছেন সকলে। জানা গেছে, সম্প্রতি অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, সাংসদ স্বপন দাশগুপ্ত, অর্জুন সিং, সৌমিত্র খাঁ, নিশীথ প্রামাণিক, জগন্নাথ সরকাররা। তবে পরবর্তীতে অমিত শাহের করোনা ভাইরাস হয়েছে জানতে পেরেই অনেকেই কোয়ারেন্টাইনে যেতে শুরু করেন। দু-তিন দিন পর থেকে লালারসের নমুনা পরীক্ষা শুরু হয়ে যায় বিজেপি নেতাদের মধ্যে।

আর এই পরিস্থিতিতে যারা কিছুদিন আগে অমিত শাহের সঙ্গে দেখা করে এসেছিলেন, তারা আদৌ ভালো আছেন কিনা! তার ব্যাপারে খোঁজখবর করতে শুরু করেছে সেই সমস্ত সাংসদ এবং নেতাদের ঘনিষ্ঠরা। জানা গেছে, বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, যারা অমিত শাহের সংস্পর্শে এসেছিলেন তাদের সবারই করোনা রিপোর্ট নেগেটিভ। স্বভাবতই রিপোর্ট নেগেটিভ আসার পর বাংলার যে সমস্ত বিজেপি সাংসদ এবং নেতারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তাদের মনে এখন স্বস্তির নিঃশ্বাস বইতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, “অমিতজির সঙ্গে যাদের বৈঠক হয়েছিল, তাঁদের কারো মধ্যে কোনো উপসর্গ দেখা দেয়নি। তবু সর্তকতা বিধি মেনে আমরা কোয়ারেন্টাইনে ছিলাম। পরীক্ষায় দেখা গিয়েছে, কেউ সংক্রমিত হয়নি। এর থেকে প্রমাণিত দূরত্ব বৃদ্ধি এবং অন্যান্য বিধিনিষেধ মেনে চলাটা আমাদের কাছে কথার কথা নয়। আমরা অক্ষরে অক্ষরেই তা মেনে চলি।”

একই কথা বলেছেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। এদিন তিনি বলেন, “অমিতজির রিপোর্ট পজিটিভ আসার পরে আমি উত্তরপ্রদেশে পরীক্ষা করেছিলাম। আমার রিপোর্ট তখন নেগেটিভ আসে।” সব মিলিয়ে অমিত শাহর করোনা রিপোর্ট পজিটিভ আসার পর বাংলার যে সমস্ত বিজেপি নেতা সাংসদ তাঁর সঙ্গে দেখা করেছিলেন, তাদের সংক্রমিত হওয়া নিয়ে সংশয় ছড়ালেও, তারা যে সম্পূর্ণরূপে সুস্থ, এবার তা স্পষ্ট হয়ে গেল। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!