সবং উপনির্বাচন লাইভ: বিকেল ৫:০০ টা বিশেষ খবর রাজ্য December 21, 2017 আজ সবং বিধানসভায় উপনির্বাচন। এই উপনির্বাচনে লড়াই হতে চলেছে মূলত চতুর্মূখী – তৃণমূল কংগ্রেসের প্রার্থী গীতারানি ভূঁইয়া, বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য, কংগ্রেস প্রার্থী চিরঞ্জিত বিশ্বাস ও সিপিআইএম প্রার্থী রীতা জানা মন্ডলের মধ্যে। আজ আমরা সারাদিন ধরেই সবং উপনির্বাচন ঘিরে কি ঘটে চলল তার লাইভ আপডেট আপনাদের কাছে দিতে থাকব। বিকেল ৫:০০ টা পর্যন্ত ঘটে যাওয়া গুরুত্ত্বপূর্ন কিছু ঘটনা বিকেল ৫:০০ টা তেড়ুয়ায় বিজেপি এজেন্টকে মারধরের ঘটনায় তৃণমূল নেতা মানস ভুঁইয়ার কটাক্ষ, বিজেপির লোক কই, যে এজেন্ট দেবে! সবংয়ের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের ২৯১ নম্বর বুথে ভোটলুটের চেষ্টার অভিযোগ কেন্দ্রীয়বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হল ইঁট ৪৪ নম্বর বুথে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ আহত এক বিজেপিকর্মীকে সবং হাসপাতালে ভর্তি করা হয়েছে বিকেল ৪:০০ টে তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ আনল সিপিআইএম কয়েকটি বুথে তৃণমূলের বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ অধিকাংশ বুথে ভোটারদের মুড়ি খাইয়ে প্রভাবিত করার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে অধিকাংশ বুথেই দেখা নেই কেন্দ্রীয় বাহিনীর , অভিযোগ বিরোধীদের পিংলার জলচক থেকে বিজেপি নেতা আনন্দ মাইতিকে অপহরণের অভিযোগ ইভিএমে বিজেপির বোতামে পারফিউম লাগানোর অভিযোগ তিন সিপিআইএম কর্মীকে মারধরের অভিযোগ, অভিযোগের তীর শাসকদলের দিকে সকল থেকে ভোটদানের হার কম থাকলেও বিকেল ৩ টে পর্যন্ত ভোট পড়েছে ৭৪ শতাংশ দুপুর ২:০০ টো সবংয়ে উপনির্বাচনে ভোট দিলেন মানস রঞ্জন ভূঁইয়া এবং তাঁর স্ত্রী গীতারানী ভূঁইয়া সবংয়ের প্রত্যন্ত অঞ্চলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি বলে অভিযোগ বিরোধীদের অপেক্ষাকৃত দুর্বল বুথগুলিতে রাজ্য পুলিশ মোতায়েন করে তৃণমূল একতরফা ভোট করাচ্ছে বলেও অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী সবং উপনির্বাচনে অশান্তির অভিযোগ উড়িয়ে দিলেন মানস ভূঁইয়া মানসবাবুর বক্তব্য, এখানে লড়াই বলে কিছু নেই, শুধু এটাই দেখার, ভোটের অঙ্কে মানস ভূঁইয়াকে হারাতে পারেন কি না গীতারানি ভূঁইয়া? এখানে যাঁদের কোনও সংগঠন নেই, তাঁরাই বসে বসে চিত্কার করছে সকাল ১০:০০ টা পিংলা অঞ্চলে শান্তিতে ভোটগ্রহণ চলছে কাঁটাবেড়িয়া এবং পেড়ুয়া থেকে অশান্তির খবর আসছে মুরারীচক এলাকা থেকে অস্ত্রসহ ধৃত তৃণমূল নেতা। অস্ত্র দেখিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।যদিও, সমস্ত ঘটনায় অস্বীকার করেছে তৃণমূল। মকরানিচকে বিজেপির এজেন্টকে মারধর করে বুথ থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মকরামচক সাতবেটিয়ায় বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সকাল ৮:০০ টা ইভিএমের সঙ্গে থাকছে ভিভিপ্যাটও, ফলে ভোটাররা তাৎক্ষণিক জানতে পারবেন ভোট সঠিক জায়গায় পড়ল কিনা নিরাপত্তা ব্যবস্থা বেশ কড়া, স্থানীয় ভোটাররা খুশি সকাল থেকেই ভোটদানের হার খুব কম, কোনো বুথেই প্রায় ভিড় দেখা যাচ্ছে না, ১-২ জন করে ভোটার এসে ভোট দিয়ে যাচ্ছেন শাসকদলের সন্ত্রাস ঠেকাতে ও বহিরাগতদের প্রবেশ রুখতে গতকাল মধ্যরাতে থানা ঘেরাও করেন বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য আপনার মতামত জানান -