এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সংক্রমনের মধ্যেও নির্বাচন নিয়ে কেন এতটা তাড়াহুড়ো রাজ্য সরকারের? গোপন তথ্য সামনে আনলেন দিলীপ

সংক্রমনের মধ্যেও নির্বাচন নিয়ে কেন এতটা তাড়াহুড়ো রাজ্য সরকারের? গোপন তথ্য সামনে আনলেন দিলীপ


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ প্রায় ১৯ হাজারের কাছাকাছি চলে গেছে, আগামী দিনে তা আরও ভয়াবহ ভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে রাজ্যের চারটি পুরসভায় রয়েছে নির্বাচন। যেগুলো হলো বিধান নগর, আসানসোল, চন্দননগর ও শিলিগুড়ি। প্রশ্ন উঠেছে, রাজ্যে সংক্রমণ যখন এতটা তীব্র? এই অবস্থায় কেন নির্বাচনের আয়োজন চলছে রাজ্যে? বিরোধীদের বারবার দাবি নির্বাচন কেন পিছিয়ে দেয়া হচ্ছে না? সংক্রমনের মাঝেও রাজ্য সরকার নির্বাচন নিয়ে কেন এতটা তাড়াহুড়ো করছে? এবার এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও শেয়ার করেছেন দিলীপ ঘোষ। যেখানে তিনি জানিয়েছেন, কলকাতার মত শহরে করোনা সংক্রমণ ব্যাপক হারে বাড়ছে। কিন্তু পশ্চিমবঙ্গে করোনাকে ব্যবহার করা হচ্ছে। তিনি প্রশ্ন করেছেন, পশ্চিমবঙ্গে কেন কুড়ি হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন? এর জন্য কি বিজেপি দায়ী, নাকি কেন্দ্রীয় সরকার দায়ী? তিনি অভিযোগ করেছেন, রাজ্য কেন করোনাকে সামলাতে পারছে না?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দিলীপ ঘোষ জানান, যারা ডেঙ্গু সামলাতে পারে না ভালো করে, তারা কিভাবে করোনার মোকাবিলা করবে? ঠিকমতো ভ্যাকসিন দিতে পারছেনা রাজ্য। কে টিকা পেয়েছে? কে টিকা পাচ্ছে না, তার কোন হিসেব নেই। কত টিকা নষ্ট হয়েছে? তার হিসাব পাওয়া যায় না। স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু পানশালা বন্ধ করা হচ্ছে না। চলচ্চিত্র উৎসব বন্ধ হয়ে গেল। অনুষ্ঠান বন্ধ করে দেয়া হচ্ছে, কিন্তু ভোট চলবে। তিনি প্রশ্ন করেছেন কার স্বার্থে ভোট চলবে?

এরপরই দিলীপ ঘোষ জানিয়েছেন, এক মাস বা দু মাস পিছিয়ে যদি ভোট করা হয়, তবে কী অসুবিধা হবে? রাজ্য সরকার চাইছে, করোনা সংক্রমনের সুযোগে ভোট লুটপাট করে নিতে। অন্যদিকে, আজ সকালে দিলীপ ঘোষ জানিয়েছেন, কমিশন যদি ভোটের প্রচার বন্ধ করতে বলে তাহলে বন্ধ করে দেয়া উচিত। তারা আগেও বলেছেন ভোট করার মতো পরিবেশ রাজ্যে নেই। একদিকে রাজনৈতিক হিংসা অন্যদিকে করোনার আতঙ্ক, ভোট কিভাবে সফল হবে? তার অনুকূল পরিস্থিতি নেই

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!