এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের বিস্ফোরক রাজীব ব্যানার্জি! দলবদলের জল্পনা তুঙ্গে!

ফের বিস্ফোরক রাজীব ব্যানার্জি! দলবদলের জল্পনা তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন জল্পনা তৈরি হয়েছিল, ঠিক সেই সময় থেকেই জল্পনা বাড়তে শুরু করেছিল তৃণমূলের বর্তমান মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে। তাঁর বিভিন্ন মন্তব্য তৃণমূলের অস্বস্তিতে ক্রমশ বাড়িয়ে দেয় দুর্নীতিগ্রস্ত প্রথম সারিতে জায়গা পায় বলে রাজীব বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক বক্তব্য পেশ করেছিলেন। আর এরপরই শুভেন্দু অধিকারী দলত্যাগ করার পর রাজীববাবুও যাতে দলবদলের মতো কোনো সিদ্ধান্ত না নেন, তার জন্য ময়দানে নামে তৃণমূল নেতৃত্ব।

একাধিকবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কিন্তু তাতেও যে লাভের লাভ কিছুই হল না, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। সূত্রের খবর, এবার ফের দলের কর্মীদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। যেখানে তৃণমূল কর্মীদের সময় মত ব্যবহার করে নেওয়া হচ্ছে বলে জানিয়ে দিলেন তিনি। আর তার এই মন্তব্যকে কেন্দ্র করে এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের দূরত্ব যে ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করেছে, সেই বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল।

সূত্রের খবর, রবিবার ডোমজুড়ের এক অনুষ্ঠানে তৃনমূল কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “কোনো কোনো নেতা আছে যারা তৃণমূল কর্মীদের নাম করেন শুধু নিজেদের কাজে ব্যবহার করার জন্য। এই সব কর্মীরা কাজে গেলে তাদের সঙ্গে যে কি দুর্ব্যবহার করা হয়, আমার এক এক সময় খুব খারাপ লাগে। যখন দেখি যে, নেতারা শুধু কর্মীদের মনে করেন নিজেদের চাকর-বাকর। শুধু নেতাদের কাজের জন্যই কর্মীরা রয়েছেন। বাড়ির কাজ করে দেবেন, নেতাদের মোটরসাইকেল করে এখানে ওখানে পৌঁছে দেবেন। আমি তাদের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে, সতর্ক হোন। ভাববেন না যে, তৃণমূল কর্মীরা সকলে বোকা। কেউ কিছু বোঝে না। মনে রাখবেন মানুষকে সমসাময়িক ভাবে বোকা বানানো যায়। চিরকাল কাউকে বোকা বানানো যায় না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত হেভিওয়েট নেতা তথা মন্ত্রী এই ধরনের বক্তব্য শেষ করায় তৃনমূলের অন্দরমহলে যে তা নিয়ে শোরগোল পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। একাংশ বলতে শুরু করেছেন, তৃণমূল কংগ্রেসে নেতারা কোনোকালেই কর্মীদের গুরুত্ব দেন না। যার ফলে কাজ শেষ হয়ে গেলে সেই সমস্ত কর্মীরা বঞ্চিত হন বলে নানা সময় অভিযোগ উঠেছে। কিন্তু তা সত্ত্বেও কর্মীদের অভাব-অভিযোগ না শোনার জন্য বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। আর এই পরিস্থিতিতে রাজীব বন্দ্যোপাধ্যায় কর্মীদের পক্ষ নিয়ে নেতাদের উদ্দেশ্যে করা বক্তব্য তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে যথেষ্ট চাপে ফেলে দিল বলেই মত বিশ্লেষকদের।

আর এখানে জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি এবার খেলা শেষের পরে! শুভেন্দু অধিকারীর পর দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেসের অন্যতম স্তম্ভ রাজীব বন্দ্যোপাধ্যায় কি এবার দলত্যাগ করতে চলেছেন! তিনিও কি পা বাড়াতে চলেছেন ভারতীয় জনতা পার্টিতে! যদি সত্যিই রাজীব বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের পর দলত্যাগের মত সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে আগামী দিন যে তৃণমূল কংগ্রেস যথেষ্ট বিপদের মুখে পড়তে চলেছে, সেই ব্যাপারে নিশ্চিত বিশ্লেষকরা। এখন রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর তার মান ভাঙানোর জন্য তৃণমূলের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!