এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > বদলেছে বিষ্ণুপুরের রাজনৈতিক সমীকরণ, ঝড় তুলতে আসছেন স্বয়ং দলনেত্রী, আশায় ঘাসফুল শিবির

বদলেছে বিষ্ণুপুরের রাজনৈতিক সমীকরণ, ঝড় তুলতে আসছেন স্বয়ং দলনেত্রী, আশায় ঘাসফুল শিবির


লোকসভা নির্বাচনের দামামা বেজে যাওয়ার পর থেকেই নির্বাচনী জনসভা করে তৃণমূলকে ভোট দিয়ে কেন্দ্রে যাতে তারা নির্ণায়ক শক্তি হতে পারে, তার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানাচ্ছেন খোদ তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু তাই নয়, নির্বাচনী দামামা বাজার আগে বা পরে রাজ্যের শাসকদলের বেশ কিছু নেতা, বিধায়ক এবং সাংসদেরা দল পাল্টে বিজেপিতে নাম লেখানোয় তাদের একাংশকে “গদ্দার” বলে অভিহিত করে গেরুয়া শিবিরের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিচ্ছেন তিনি। যার মধ্যে রয়েছে মুকুল রায়, অর্জুন সিংহ, অনুপম হাজরা এবং বিষ্ণুপুরের বিদায়ী তৃণমূল সাংসদ বর্তমানে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।

জানা গেছে, গত 2014 সালের লোকসভা নির্বাচনে এই সৌমিত্র খাঁর প্রচারে শেষবার বিষ্ণুপুর স্টেডিয়ামে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি ও প্রশাসনিক বৈঠক নিয়ে একাধিকবার বাঁকুড়াতে হলেও সেই বিষ্ণুপুরে আসতে দেখা যায়নি তাকে। তবে এবার পরিস্থিতি এবং রাজনৈতিক সমীকরণ উভয়ই আলাদা। এতকাল তৃণমূলের সৌমিত্র খাঁ এবার বিজেপির হয়ে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন। ফলে সেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র যাতে বিজেপির হাতে না চলে যায়, তার জন্য এবার লোকসভা নির্বাচনের প্রচারে সেই বিষ্ণুপুরে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই মত রাজনৈতিকমহলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আগামী 6 মে বিষ্ণুপুরের রাধানগরে এবং কোতুলপুরের বিবেকানন্দ ক্লাব ময়দানে তৃণমূল প্রার্থী তথা বিশিষ্ট অধ্যাপক শ্যামল সাঁতরার সমর্থনে দুটি জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর এই সভায় যাতে ব্যাপক সংখ্যক জনসমাগম করা যায় তার জন্যও প্রস্তুতি নিতে শুরু করেছে ঘাসফুল শিবির। অনেকে বলছেন, দীর্ঘ পাঁচ বছরে এই বিষ্ণুপুরে না হলেও এখানকার মানুষের জন্য রাস্তাঘাট, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিল্প-কলকারখানার জন্য অনেক উদ্যোগ নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে এখানকার তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ এবার বিজেপিতে যোগদান করায় এবং এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হওয়ায় খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে সেই ঘরশত্রু বিভীষণের বিরুদ্ধে সাধারণ মানুষকে সজাগ রাখতে ঠিক কী বার্তা দেন সেদিকেও তাকিয়ে রয়েছেন অনেকে।

এদিন এই প্রসঙ্গে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা বলেন, “মুখ্যমন্ত্রীর চালু করা একাধিক প্রকল্পে বিষ্ণুপুরের অধিকাংশ মানুষ সুযোগ সুবিধা পেতে শুরু করেছে। আমরাও প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছি। তবে এলাকার বাসিন্দারা মুখ্যমন্ত্রীর মুখ থেকে কিছু শুনতে চান। তাই মুখ্যমন্ত্রীর সভার পর জোড়াফুলের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।”

সব মিলিয়ে এবার বিষ্নুপুর কেন্দ্রটি নিজেদের দখলে রাখতে সেখানে এসে সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের উদ্দেশ্যে ঠিক কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!