এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > এবার সামনে পুরনির্বাচন, উপনির্বাচনের এই হার কতটা প্রভাবিত করবে বিজেপিকে? আলোচনা সর্বত্র

এবার সামনে পুরনির্বাচন, উপনির্বাচনের এই হার কতটা প্রভাবিত করবে বিজেপিকে? আলোচনা সর্বত্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে বিধানসভা নির্বাচন এবং উপ নির্বাচনের মাধ্যমে ব্যাপক হারের মুখ দেখল গেরুয়া শিবির। গত 30 শে অক্টোবর বাংলা চারটি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তারও আগে গত 30 সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচন এবং সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে সাধারণ নির্বাচন হয়েছিল। প্রত্যেকটিতেই গেরুয়া শিবির মুখ থুবড়ে পড়েছে। আজকে সকাল থেকে 30 শে অক্টোবর হয়ে যাওয়া চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা চলছিল। শুরু থেকেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল তৃণমূল সমস্ত কেন্দ্রে এগিয়ে রয়েছে। এবং সময়ের সাথে সাথে দেখা গেল সে কথাই সত্যি।

এমনকি দিনহাটায় ইতিমধ্যে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীকে হারিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। পাশাপাশি গোসাবাতেও লক্ষাধিক ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে বলে খবর। শান্তিপুর এবং খড়দাতেও জয় পাচ্ছে তৃণমূল। বাংলা জুড়ে যে সবুজ ঝড় শুরু হচ্ছে, তা সুনিশ্চিত হতেই গেরুয়া শিবিরে রীতিমতো শ্মশানের নিস্তব্ধতা। অন্যদিকে শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বর মাসে হতে চলেছে পুরনির্বাচন। সেক্ষেত্রে তৃণমূলের সামনে কার্যত আর কোনো চ্যালেঞ্জ রইল না গেরুয়া শিবিরের। এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত কার্যত কোনো চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মতন জায়গায় নেই বিজেপি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশন ডিসেম্বর মাসের পুর নির্বাচন করানোর প্রস্তুতি নিতে শুরু করেছে ইতিমধ্যে। বঙ্গ বিজেপির পরিকল্পনা অবশ্য বেশকিছু বিধায়ককে পুরসভার প্রধান হিসেবে তুলে তাঁরা লড়াই করবেন। কার্যত তাঁদের ভাবি মেয়র বা চেয়ারম্যান হিসেবে সামনে রেখে বিজেপি লড়াই করবে। কিন্তু পরিস্থিতি এখন এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, যেখানে বিজেপি’র এই পরিকল্পনা কতখানি সফল হবে তা নিয়ে কিন্তু বিজেপির অন্দরেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বঙ্গ বিজেপি শিবিরের পরিস্থিতি যে খুব একটা ভালো নয়, তা কিন্তু দলের নেতাকর্মীরা ভালোই বুঝতে পারছেন। ইতিমধ্যেই কিন্তু গেরুয়া শিবিরে ব্যাপক ভাঙন দেখা গিয়েছে।

আজকের উপনির্বাচনে এই বড়োসড়ো হার গেরুয়া শিবিরের ভাঙন যে আরও বাড়িয়ে তুলবে, সে ব্যাপারে কোন সন্দেহ নেই। অন্যদিকে আবার সম্প্রতি দিলীপ ঘোষ 2024 এর লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপি শিবিরকে 25 টি আসনের মাত্রা দিয়েছেন। কার্যত তাঁদের এই লক্ষ্য কতদূর সফল হবে তা নিয়েও প্রশ্ন গেরুয়া শিবিরে। লোকসভা নির্বাচন তো এখন অনেক দূর। উপনির্বাচনের এই হার সামলে পরের মাসের পুরনির্বাচনে গেরুয়া শিবির কি ঘুরে দাঁড়াতে পারবে? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। আপাতত পরিস্থিতির ওপর নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!