এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সোশ্যাল মিডিয়ায় প্রবল কটাক্ষ করে ফের শিরোনামে তথাগত রায়,নেটিজেনদের তোপের মুখে বর্ষীয়ান নেতা

সোশ্যাল মিডিয়ায় প্রবল কটাক্ষ করে ফের শিরোনামে তথাগত রায়,নেটিজেনদের তোপের মুখে বর্ষীয়ান নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তীক্ষ্ণ বক্তব্য রাখতে ও বিষেদাগার করতে জুড়ি নেই বর্ষিয়ান বিজেপি নেতা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের। সোশ্যাল মিডিয়ায় বারবার নানা কটাক্ষ করেছেন তিনি। তাঁর কটাক্ষের শিকার অনেক সময় হতে হয়েছে দলকেও। সোশ্যাল মিডিয়াতে বারবার নানা কটাক্ষ করে বিতর্ক বাড়িয়েছেন তথাগত রায়। এবার আবার তিনি কটাক্ষ করেছেন সোশ্যাল মিডিয়াতে। বিতর্কিত টুইটে আবার উঠে এসেছেন সংবাদপত্রের শিরোনামে।

সম্প্রতি, দাদু বলে সম্বোধন করার কারণে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন তথাগত রায়। যারা তাঁকে দাদু বলে সম্বোধন করেন, তাদের পিতৃ ও মাতৃকুল নিয়ে কটাক্ষ করেছেন তিনি। টুইট করে তিনি জানিয়েছেন যে, যারা তাঁকে দাদু বলে সম্বোধন করছেন, তাদেরকে আশীর্বাদ জানাচ্ছেন তিনি। তবে সেই সমস্ত নাতি-নাতনিদের কাছে একটা প্রশ্নের উত্তর তিনি কিছুতেই খুঁজে পাচ্ছেন না। দাদু বলতে বোঝায় বাবার বাবা, নয়তো মার বাবা। কিন্তু তিনি তাদের মধ্যে কাদের বাবা, কাদের মায়ের জন্ম দিয়েছিলেন? প্রশ্ন করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, অপর একটি টুইটে তিনি লিখেছেন যে, তাঁর বয়স বেড়েছে, সেটা ঠিক কথা। কিন্তু যাদের বয়েস থেমে আছে, তাদের গোপন রহস্য কি? জানতে চেয়েছেন তিনি। তাঁর কথায়, জানতে পারলে খুব ভালো হতো। শুধুই কি চুলে কলপ করা হচ্ছে? প্রশ্ন করেছেন তিনি। আবার, সরাসরি নাম না করেও তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষকেও প্রবল কটাক্ষ করেছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, মা ত্রিপুরেশ্বরীর লীলাভূমি, প্রভু জগন্নাথের আশীর্বাদ ধন্য ত্রিপুরার মাটিকে অপবিত্র করা করছেন এক তৃতীয় শ্রেণীর বুদ্ধিহীন অভিনেত্রী। শিব লিঙ্গে কনডোম পরানো দেখে হাততালি দিয়েছে জেহাদি শয়তানেরা। আর কলকাতার কিছু চটি চাটা সংবাদমাধ্যম তাঁকে নিয়ে করে নাচছে ধেই ধেই করে। এবাবে, একাধিক বিতর্কিত মন্তব্যের পর তাঁর তীব্র সমালোচনা করেছেন বহু নেটিজেন। অনেকেই জানিয়েছেন যে, একজন বর্ষীয়ান নেতা হয়ে তাঁর এই ধরনের বক্তব্য রাখা একেবারেই অনুচিত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!