এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্য বিজেপির ‘মুখ’ হতে চলেছেন মুকুল রায়

রাজ্য বিজেপির ‘মুখ’ হতে চলেছেন মুকুল রায়


ডেঙ্গি ইস্যুতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করে বিজেপি নেতা মুকুল রায়, অবিলম্বে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠানোর দাবি করেছেন বলে জানা গিয়েছে। আর তাঁর দাবিকে মান্যতা দিয়ে কেন্দ্র তার তোড়জোড়ও শুরু করেছে বলে জানা যাচ্ছে। আর শুধু ডেঙ্গি প্রসঙ্গই নয়, সূত্রের খবর, এভাবেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে মুকুল রায়কে সামনে ঠেলে দিতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
ডিসেম্বরে সবং বিধানসভার উপনির্বাচন, আর জানুয়ারিতে উলুবেড়িয়া লোকসভা এবং নোয়াপাড়া বিধানসভার উপনির্বাচন হতে চলেছে। সেই সব এলাকাতেও বাড়তি গুরুত্ব দেওয়া হবে মুকুল রায়কে বলে সূত্রের খবর। রাজনৈতিক মহলের একাংশের দাবি যে, তৃণমূল সংগঠনের খুটিনাটি জানেন মুকুল রায়।তাই এই বাড়তি দায়িত্বের সিদ্ধান্ত। এই দায়িত্বের অঙ্গ হিসেবেই আজ উলুবেড়িয়ায় জনসভা করবেন মুকুল রায়। পরে যাবেন বাকি দুটি বিধানসভা কেন্দ্রেও। এই রাজ্যে আসন বাড়ানোর তাগিদেই কেন্দ্রীয় নেতৃত্ব সদ্য যুক্ত মুকুল রায়কে ২০১৯-এর লোকসভা নির্বাচনের জন্য বাজি ধরতে চাইছে। তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সংগঠন সামলানো মুকুল রায় এবিষয়ে সাহায্য করতে পারবেন বলে দৃঢ় বিশ্বাস কেন্দ্রীয় নেতৃত্বের। আর তাই আপাতত অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ত্ব সাহায্য করলেও বকলমে বাংলায় বিজেপির ‘মুখ’ হয়ে উঠতে চলেছেন মুকুল রায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!