মুকুল রায়ের হাত ধরে এবার বিজেপি উত্তরবঙ্গেও শাসকদলের ঘর ভাঙ্গতে শুরু করল বিশেষ খবর রাজ্য November 25, 2017 মুকুল রায় বিজেপিতে যোগদানের পর নতুন করে বিজেপিতে যোগদানের হিড়িক পরে গেছে রাজ্যে। তাঁর যোগ দানের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দান শুরু হয়েছে, রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা রাজ্যজুড়ে মুকুল-অনুগামীরাই তৃণমূল ছেড়ে পদ্মবনে প্রবেশ করছেন। কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারীর খাসতালুক মেদিনীপুরে ভাঙ্গন ধরিয়েছিলেন মুকুলবাবু, তাঁর হাত ধরে হাতে গেরুয়া পতাকা তুলে নিয়েছিলেন দেবরার প্রাক্তন তৃণমূল বিধায়ক। তারপর তৃণমূল কংগ্রেসের খাস তালুক সিঙ্গুরেও ভাঙ্গন ধরিয়েছেন সদ্য গতকালই, যা নিয়ে রাজ্য-রাজনীতিতে বেশ ভালো রকম আলোড়ন। আর তার রেশ মিটতে না মিটতেই খবর, তিনি এবার শাসকদলে ভাঙ্গন ধরাতে হাত বাড়ালেন উত্তরবঙ্গেও। বিজেপি সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, গোয়ালতোড়ের রাজবাঁধে তৃণমূলের প্রায় ৪০০ কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেন। বিজেপির দাবি, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুদর্শন লোহারের নেতৃত্ব সারবোত, রাজবাঁধ প্রভৃতি এলাকার প্রায় ৪০০ কর্মী সমর্থক বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়েছেন বিজেপির জেলা সভাপতি ধীমান কোলে। বিজেপিতে যোগ দিয়ে যোগদানকারীরা উচ্ছাসিত, তাঁরা জানান তৃণমূলের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই তারা বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপির দাবি, তৃণমূলের ঘর যে একটু একটু করে ভাঙছে তা পরিস্ফুট হচ্ছে। যদিও এই নিয়ে তৃণমূলের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। আপনার মতামত জানান -