এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিতর্ক বাড়িয়ে মৃত মনোজ উপাধ্যায়ের বাড়িতে বিজেপির প্রতিনিধি দল

বিতর্ক বাড়িয়ে মৃত মনোজ উপাধ্যায়ের বাড়িতে বিজেপির প্রতিনিধি দল


বিতর্ক বাড়িয়ে দুষ্কৃতীদের হাতে অকালে প্রয়াত ভদ্রেশ্বরের চেয়ারম্যান মনোজ উপাধ্যায়ের বাড়িতে বিজেপি। শুক্রবার রবীন্দ্রনগরে মনোজবাবুর বাড়িতে গেলেন বিজেপির জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য ও তাঁর সঙ্গীরা। মনোজবাবু খুন হবার পরেই বিজেপির রাজ্য সম্পাদক সভাপতি দিলীপ ঘোষ তাঁকে আরএসএসের কর্মী বলে দাবি করেছিলেন। তাতে রাজনৈতিক মহলে কম জলঘোলা হয়নি। আর এরপর আবার মনোজবাবুর বাড়িতে বিজেপির প্রতিনিধিদের যাবার পর বিতর্ক যে আরো বাড়লো তা আর বলার অপেক্ষা রাখে না।
এদিন বিজেপির প্রতিনিধিরা মনোজবাবুর পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি সমস্ত ধরনের সুবিধা অসুবিধায় তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। অবশ্য মনোজবাবুর দাদা সুনীল উপাধ্যায় বিজেপির দাবিকে উড়িয়ে দিয়েছেন তিনি এদিন বিজেপির তাঁদের বাড়িতে আসা সম্পর্কে বলেন কেউ সমবেদনা জানানোর জন্য বাড়িতে আসতে চাইলে আমরা তো তাঁকে না করতে পারি না, তাই বিজেপি নেতারাও এসেছেন। তবে ভাইয়ের সঙ্গে বিজেপি বা আরএসএসের কোনও যোগাযোগ ছিল না। রাজনৈতিক ফায়দা তোলার জন্যই বিজেপি নেতারা এই ধরনের দাবি করছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!