এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতা পৌরসভা এবার রাশ টানা হচ্ছে এই ইন্সেন্টিভে !শুরু হলো যাবতীয় কার্যক্রম

কলকাতা পৌরসভা এবার রাশ টানা হচ্ছে এই ইন্সেন্টিভে !শুরু হলো যাবতীয় কার্যক্রম


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এবার রাশ টানা হচ্ছে অপ্রয়জনীয় খরচে ,বন্ধ হতে চলেছে  কলকাতা পৌরসভা ওভারটাইম ইন্সেন্টিভ সেইসঙ্গে যে সমস্ত অফিসার অবসরের পরেও মোটা টাকার বেতন পাচ্ছেন তাদের অধিকাংশকেই ছাঁটাই করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে কলকাতা পৌরসভা এই প্রসঙ্গে “প্রাইস ওয়াটার” ধাঁচের আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থাকে নিয়োগ করেছে মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। মুখ্য প্রশাসক বলেন, ‘‌পুরকর্মীরা কেন আট ঘণ্টার মধ্যে নিজেদের কাজ শেষ করতে পারছেন না? অফিসারদের কাজে ও সমন্বয়ে কোথায় ঘাটতি থাকছে? পুরপরিষেবায় আরও গতি বৃদ্ধিতে ওভারটাইমের কি আদৌ কোনও প্রয়োজনীয়তা রয়েছে? ওই সংস্থা এসবই বিষয়গুলি পুনঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখে রিপোর্ট দেবে পুরসভাকে।”

মূলত এই সংস্থার কাজ হবে পৌরসভার সমস্ত এইচআরএ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা আগামী অর্থ বছর শুরু হওয়ার আগেই পৌরসভায় কোন পদে কতজন কর্মী ও অফিসার নিযুক্ত আছেন মূলত এটা নিশ্চিত করবে এই সংস্থা সেইসঙ্গে কেন পৌরসভায় ওভারটাইম ইন্সেন্টিভ দিতে বাধ্য হচ্ছে তা জানিয়ে দেবে । এই প্রসঙ্গে কলকাতা পৌরসভার এক শীর্ষ আধিকারিকের দাবি আন্তর্জাতিক পরামর্শদাতার রিপোর্ট হাতে পেলে একদিকে যেমন খরচ কমানো যাবে অন্যদিকে কম কর্মী থাকলে শীঘ্রই নতুন কর্মী নিয়োগের দরজা খুলে যাবে যার ফলে চাকরি পাবে আধুনিক তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বহু নতুন মুখ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!