এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির ঘোর বিপর্যস্ত অবস্থা প্রকাশ্যে দলের কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকে, বাড়ছে তীব্র উদ্বেগ

বিজেপির ঘোর বিপর্যস্ত অবস্থা প্রকাশ্যে দলের কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকে, বাড়ছে তীব্র উদ্বেগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনে লক্ষ্য পূরণ না হওয়ার পর থেকেই যেন ছন্নছাড়া হয়ে পড়ছে বিজেপির। দলের একাধিক কর্মী মনোবল হারিয়ে ঘরে ঢুকে পড়েছেন। দলের বৈঠক এড়িয়ে চলছেন অনেকে। সন্ত্রাসের ভয়ে পিছিয়ে পড়ছেন অনেকে। ফলে দলের অনুষ্ঠানে হচ্ছে না লোক। যার ফলে উদ্বেগ বাড়ছে গেরুয়া শিবিরে। গতকাল, হেস্টিংসে বিজেপির সাংগঠনিক বৈঠক চলছিল। এ বৈঠকে দলের এই অবস্থা একেবারে প্রকাশ্যে চলে এসেছে।

গতকাল বিজেপির হেস্টিংস এর দপ্তরে বিজেপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক(সংগঠন) শিব প্রকাশ ও রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক(সংগঠন) অমিতাভ চক্রবর্তী বৈঠক করেন। প্রথম বৈঠকে ডায়মন্ডহারবার, মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, দ্বিতীয় বৈঠক কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, উত্তর শহরতলীর জেলা নেতৃত্ব, মন্ডল সভাপতিরা যোগদান করেছিলেন। যেখানে দলের দৈন্যদশার কথা একেবারে প্রকাশ্যে চলে আসে।

ভোটের পর দল যে একেবারে ছন্নছাড়া হয়ে পড়েছে, তা এই বৈঠকে প্রকাশ্যে চলে এসেছে। দলের বহু নেতাকর্মী দলের কর্মসূচিতে উপস্থিত হচ্ছেন না। কলকাতার আশেপাশে বেশ কিছু এলাকার অবস্থা এমন দাঁড়িয়েছে যে, সন্ধ্যাবেলায় অফিসে বাতি দেবার লোক পাওয়া যাচ্ছে না। শাসকদলের সন্ত্রাসের কারণে, কখনো পুলিশের হস্তক্ষেপে দলের এই অবস্থা দাঁড়িয়েছে বলে, অভিযোগ করেছেন অনেকে। অনেকের অভিযোগ, পুলিশ তাদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে রেখেছে। যা সামলাতে তাদের নাজেহাল অবস্থা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর রয়েছে শাসকদল তৃণমূলের সন্ত্রাস। তাই তারা যোগদান করতে পারছেন না দলের অনুষ্ঠানে। অনেকে অভিযোগ করেছেন যে, নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যথেষ্ট গোলমাল ছিল। রাজ্য ও জেলা স্তরের নেতাদের কথা না শুনে, একতরফাভাবে নিজের মতো কাজ করেছে দলের শীর্ষ নেতৃত্ব। আবার অনেকে বলেছেন যে, দলের মন্ডল স্তর ও দলের শাখা সংগঠন কমিটি গুলির মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। যা থেকে দলের পরাজয় এসেছে। আবার এই বৈঠকে উপস্থিত ছিলেন না বহু মন্ডল সভাপতি। জানা যাচ্ছে, দলের পক্ষ থেকে তাদের শোকজ করা হবে।

গতকাল সবার মতামত শোনার পর কেন্দ্রীয় বিজেপি নেতা শিব প্রকাশ একটি মেল আইডি ও একটি ফোন নম্বর দিয়েছেন। তিনি জানিয়েছেন, যার যে অভিযোগ ও পরামর্শ আছে, তারা এই আইডিতে মেল করে বা ফোন করে জানাতে পারেন। প্রার্থী বাছাই নিয়ে যে অভিযোগ রয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে সে বিষয়ে জানানো হবে। তবে, দলের যে বিপর্যস্ত পরিস্থিতি চলছে, তার হাত থেকে কিভাবে রেহাই পাওয়া যাবে? তার সমাধান বৈঠকে পাওয়া যায়নি। দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব কেউই তার সমাধান দেখাতে পারেননি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!