এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যভাগ ইস্যুতে বিজেপিকে তুলোধোনা রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রীর,খারিজ অনুন্নয়নের অভিযোগ

রাজ্যভাগ ইস্যুতে বিজেপিকে তুলোধোনা রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রীর,খারিজ অনুন্নয়নের অভিযোগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় মাস দুয়েক আগে উত্তরবঙ্গ ভাগের দাবি করতে দেখা গিয়েছিল আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লাকে। তিনি দাবি করেছিলেন যে, উত্তরবঙ্গকে একটি পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করলে উত্তরবঙ্গের প্রকৃত উন্নতি সম্ভব। তাঁর এই দাবি শোরগোল তুলে দিয়েছিল সে সময়ে। একাধিক বিজেপি নেতৃত্ব তাঁর বিরোধিতা করেছিলেন। কিন্তু সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন যে, জন বার্লা হলেন একজন জনপ্রতিনিধি। যারা তাঁকে জিতিয়েছেন তাদের কথা শোনার দায়িত্ব রয়েছে তার। তাই তিনি এমন বলেছেন।

তবে পার্টির স্ট্যান্ড আছে। পার্টি ভেবে দেখবে বিষয়টি । এ প্রসঙ্গে তিনি আরো জানান যে, দেশ স্বাধীন হওয়ার পরও উত্তরবঙ্গের কোন উন্নতি হয়নি। চিকিৎসা, শিক্ষা, চাকরি, স্বাস্থ্যের জন্য অন্যত্র যেতে হয় উত্তরবঙ্গের মানুষকে। কেন ভালো হাসপাতাল নেই? ভালো স্কুল কেন নেই সেখানে? যদিও পরে দিলীপ ঘোষ জানিয়েছিলেন যে, দলের যা সিদ্ধান্ত তা ঠিকই আছে। না গোর্খাল্যান্ড, না উত্তরবঙ্গ কোন আলাদা রাজ্যের বিষয় নেই। শ্যামাপ্রসাদ এর বাংলাকে সোনার বাংলা করবেন তাঁরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার রাজ্যভাগ ইস্যুতে বিজেপিকে প্রবল কটাক্ষ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন যে, বিজেপির নেতারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কথা বলেছেন। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনোভাবেই তিনি রাজ্য ভাগ করতে দেবেন না।
বিজেপিকে প্রবল কটাক্ষ করে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান যে, ২০১৪ সাল থেকে পাহাড়ে গোর্খাল্যান্ডের কথা বলে সেখানকার মানুষকে ক্ষেপিয়ে দেবার চেষ্টা করছে বিজেপি। এবারের নির্বাচনে কচুকাটা হয়ে যাবার পরও শিক্ষা হয়নি বিজেপির। তিনি অভিযোগ করেছেন বাংলার ইতিহাস, বাংলার ঐতিহ্য না জেনেই বিজেপি নেতারা পরস্পরবিরোধী নানা ধরনের কথা বলছেন।

এছাড়া বিজেপির পক্ষ থেকে উত্তরবঙ্গের অনুন্নয়নের যে অভিযোগ করা হয়েছিল, তা স্পষ্ট খারিজ করে দিয়েছেন ব্রাত্য বসু। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, তৃণমূল ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গের উন্নয়নের জন্য একাধিক পর্ষদ গঠন করা হয়েছে। ২০২০-২১ সালে এই পর্ষদ গুলির জন্য ৬৭৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও চা শ্রমিকদের উন্নয়ন, উত্তরবঙ্গের শিক্ষা,স্বাস্থ্য ও বিভিন্ন প্রকল্পে একাধিক সরকারি উদ্যোগ আনা হয়েছে বলেও, জানালেন তিনি।

এভাবেই রাজ্য ভাগের ইস্যুতে বিজেপিকে প্রবল কটাক্ষ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিজেপির একাধিক নেতৃত্তের পক্ষ থেকেও রাজ্য ভাগের দাবির বিরোধিতা করা হয়েছে। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে জানিয়েছেন যে, বাংলা কখনোই ভাগ হবে না। আবার এ প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা জানিয়েছেন যে, বাংলা ভাগ নিয়ে বিজেপির কোনো নীতি নেই। তাঁরা বাংলা ভাগের বিপক্ষে রয়েছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!