এখন পড়ছেন
হোম > রাজনীতি >  “পরাজিত হয়নি বিজেপি” প্রকাশ্য সভা থেকে বড় বার্তা শুভেন্দুর!

 “পরাজিত হয়নি বিজেপি” প্রকাশ্য সভা থেকে বড় বার্তা শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপির টার্গেট ছিল, 2021 এর বিধানসভা নির্বাচনে বাংলার ক্ষমতা দখল করা। কিন্তু তাদের সেই লক্ষ্য পূরণ হয়নি। তবে ব্যাপক সাফল্য পেয়ে বাম এবং কংগ্রেসকে শূন্য করে দিয়ে রাজ্যের বিরোধী আসন দখল করেছে ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে মালদহের সভা থেকে বিজেপি নেতা কর্মীদের বড় বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। যেখানে বিজেপি পরাজিত হয়নি বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন মোদী সরকারের আট বছর পূর্তি উপলক্ষে মালদহে বিজেপির পক্ষ থেকে একটি কর্মসূচি গ্রহণ করা হয়। আর সেখানেই উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে নন্দীগ্রামের বিজেপির বিধায়ক বলেন, “গত বিধানসভা নির্বাচনে বিজেপি 148 টি আসন পায়নি। কিন্তু বিজেপি হেরে যায়নি। দলের অগ্রগতি হয়েছে। মানুষ প্রধান বিরোধী দল হিসেবে বিজেপিকে স্বীকৃতি দিয়েছে। 77 টি কেন্দ্র থেকে বিজেপি জয়লাভ করেছে। মানুষ বিজেপিকে শক্তিশালী বিরোধী দলে পরিণত করেছে। এর জন্য আমরা মানুষের কাছে কৃতজ্ঞ।”

বলা বাহুল্য, বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই বিজেপি নেতা কর্মীরা কার্যত মুষড়ে পড়েছেন। তাই এই পরিস্থিতিতে বিজেপি যে বিরোধী দল হয়েছে, সেই বিষয়টি উল্লেখ করে নেতা কর্মীদের চাঙ্গা করার চেষ্টা করলেন রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!