এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কতদূর গড়াতে পারে নারদ মামলা? কি হতে পারে এর শেষ পরিণাম?

কতদূর গড়াতে পারে নারদ মামলা? কি হতে পারে এর শেষ পরিণাম?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি নারদ মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। মামলায় অভিযুক্ত করা হয়েছে সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে। এছাড়া নারদ স্থানান্তর সংক্রান্ত মামলায় যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। মামলার পরিণতি কি হয়? মামলা কত দূর এগোয়? তা নিয়ে দৃষ্টি রয়েছে সকলের।

হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হয়েছে। হাইকোর্টের ফলাফল যদি অনুকূলে না আসে, তবে তৃণমূল ও সিবিআই দু’পক্ষই সুপ্রিম কোর্টে যাওয়ার সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রেখেছে। রাজ্যের হেভিওয়েটদের জামিন পাওয়ার বিষয় নিয়ে যথেষ্ট চিন্তিত রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। নেতাদের জামিন না দিলে বা মামলা স্থানান্তর করলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, নারদ মামলায় রাজ্য সরকারের হয়ে লড়াই করছেন অভিষেক মনু সিংভি ও সিদ্ধার্থ লুথরা। হাইকোর্টের ফলাফল যদি প্রতিকূল আসে, তবে সরাসরি তাঁরাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। এমন একটা সম্ভাবনা রয়েছে। আবার, হাইকোর্টের রায় যদি সিবিআই এর অনুকূলে না আসে, তবে সুপ্রিম কোর্টে যাওয়ার সমস্ত রকম প্রস্তুতি নিয়েছে সিবিআই।

মামলায় হাইকোর্ট কি রায় দেয়? সেদিকে দৃষ্টি রয়েছে সকলের। এই মামলার মূল বিষয়টি হলো রাজ্যের ৪ হেভিওয়েটদের জামিন দেয়া হবে কিনা? আবার সিবিআইয়ের দাবি, এই মামলার শুনানি অন্য রাজ্যে করার অনুমতি দেয়া হোক। সিবিআইয়ের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শাসক দলের পক্ষ থেকে তদন্ত ও বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে। রাজ্যে সুষ্ঠুভাবে বিচার ও তদন্তের কাজ সম্ভব নয় বলে, অভিযোগ উঠেছে সিবিআইয়ের পক্ষ থেকে।

মামলার শুনানিতে হাইকোর্টে সিবিআইয়ের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, নারদ কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের পর রাজ্যে যে ঘটনা ঘটেছে, তা এককথায় নজিরবিহীন। দেশের ইতিহাসেও এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। তাই, এই মামলা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাবার পক্ষে সওয়াল করেছেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!