এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সিবিআইয়ের বিরুদ্ধে এবার প্রত্যাঘাতে নামতে পারে বিধানসভা, নিতে পারে কঠোর পদক্ষেপ

সিবিআইয়ের বিরুদ্ধে এবার প্রত্যাঘাতে নামতে পারে বিধানসভা, নিতে পারে কঠোর পদক্ষেপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গত সোমবার সকালে শাসক দলের একাধিক মন্ত্রী ও বিধায়ককে গ্রেপ্তার করেছে সিবিআই। সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, রাজ্যপালের কাছ থেকে অনুমতি নেওয়ার পর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু বিধানসভার স্পিকারের কাছে এ বিষয়টি জানানো হয়নি। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে জানিয়েছেন, বিধায়কদের গ্রেপ্তারের বিষয় নিয়ে তাঁর কাছে বা বিধানসভার সচিবালয়ের কাছে কোন তথ্য দেয়া হয়নি। তাঁদের গ্রেফতার করার একদিন পর তাঁকে চিঠি দিয়ে এ বিষয় সম্পর্কে জানানো হয়েছে, যা নিয়মবিরুদ্ধ। তাই এবার সিবিআইয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের চিন্তাভাবনা করছে বিধানসভার সচিবালয়।

এ প্রসঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সিবিআই যেভাবে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে তা সম্পূর্ণ আইনবিরুদ্ধ। তাঁদের কাছে সিবিআই এ বিষয়ে কোন কিছু জানতে চায়নি, কোন চিঠিও তাঁকে দেয়া হয়নি। তাঁকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই পদক্ষেপ নিয়েছে সিবিআই। বিধানসভার সচিবালয়ের পক্ষ থেকে তাই এবারে চিঠি পাঠানো হতে পারে সিবিআইকে। এমনকি, আইনি পদক্ষেপ নেওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে এ প্রসঙ্গে স্পিকারের বক্তব্য, বিষয়টি নিয়ে এখনই কিছু তিনি গন মাধ্যমে জানাতে চান না। এটি তাঁর দায়িত্বের মধ্যে পড়ে কিনা, তা দেখার পরেই এ বিষয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, স্পিকারকে অজ্ঞাত রেখে যেভাবে হেভিওয়েটদের গ্রেপ্তার করা হয়েছে তাতে যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, রাজ্যের বিধায়ক বা মন্ত্রীদের বিরুদ্ধে যদি কোন গ্রেপ্তারি পরোয়ানা বা কোন আইনি পদক্ষেপ নেয়া হয়। তবে, তার আগে সাধারণত বিধানসভার স্পিকার ও সচিবালয়কে বিষয়টি জানানো হয়ে থাকে। কিন্তু বিধানসভার তিন সদস্যকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তাতে ক্ষোভ প্রকাশ করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

এ প্রসঙ্গে স্পিকার জানিয়েছেন, শোভন চট্টোপাধ্যায় রাজ্য বিধানসভার সদস্য না হলেও বাকি তিনজন বিধানসভার সদস্য। তাই, তাঁদের গ্রেপ্তারের আগে স্পিকার ও বিধানসভার সচিবালয়কে তা জানানোর প্রয়োজন ছিল। কিন্তু তা করা হয়নি। অন্যদিকে, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ সিবিআইয়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন, নারদ মামলায় যেভাবে নেতা-মন্ত্রীদের গ্রেপ্তার করা হয়েছে তা সম্পূর্ণ বেআইনি। ভারতীয় দণ্ডবিধির ১৬৬, ১৬৬ এ, ১৮৮ ও ৩৪ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা আইনেও এফআইআর দায়ের করেছেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!