এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > জল্পনা বাড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর প্রশংসায় পঞ্চমুখ কলকাতা হাইকোর্ট

জল্পনা বাড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর প্রশংসায় পঞ্চমুখ কলকাতা হাইকোর্ট


পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য-রাজনীতি বর্তমানে সরগরম। শাসক-বিরোধী তরজায় ক্রমশ জমে উঠছে পঞ্চায়েতের লড়াই। এরই মাঝে সেই লড়াই গড়িয়েছে আদালতের ময়দানেও। একদিকে রাজ্য বিজেপি যখন সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে একের পর এক মামলা করে ব্যতিব্যস্ত করে রাখছে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকে, অন্যদিকে পিছিয়ে নেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। আদালতের রায়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে কার্যত আদালত অবমাননা করছে প্রশাসন এই দাবিতে তিনি আদালতে জোরালো সওয়াল করে পুলিশ প্রশ্নের বিরুদ্ধে মামলা করার অনুমতি চান।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু কলকাতা আদালতে আইনজীবীদের কর্মবিরতি চলায়, তিনি নিজেই সওয়াল করেন প্রধান বিচারপতির এগলাসে। তাঁর আইনের কোনো প্রথাগত ডিগ্রি নেই, কিন্তু পরিস্থিতির চাপে নিরুপায় হয়েই তাঁকে এই সওয়াল করতে হয়। আর তা রীতিমত ভূয়সী প্রশংসা কুড়িয়ে নিলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের। জ্যোতির্ময়বাবু অধীরবাবুর সওয়ালের প্রশংসা করার পাশাপাশি তাঁকে জানান, যে তিনি অধ্যাপনা করলে আরো বেশি সাফল্য পেতেন। আর প্রথম সওয়ালেই প্রধান বিচারপতির এরকম ভূয়সী প্রসংসা কুড়িয়ে নেওয়ায় রাজ্য রাজনীতিতে জল্পনা, তাহলে কি আসল মামলার সময় প্রশাসনকে নাকানি-চোবানি খাইয়ে ছাড়বেন ‘আইনজীবী’ অধীর রঞ্জন চৌধুরী?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!