এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > চাকরির নামে প্রতিবন্ধী যুবকের কাছে লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ বিজেপি যুব নেতার বিরুদ্ধে

চাকরির নামে প্রতিবন্ধী যুবকের কাছে লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ বিজেপি যুব নেতার বিরুদ্ধে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সরকারি প্রকল্পে কাটমানি নেওয়া থেকে শুরু করে ঘনিষ্ঠদের কাজ পাইয়ে দেওয়া, বিভিন্ন ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ময়দানে নামছে বিজেপি। 2021 এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বিজেপির কাছে এটাই প্রধান অস্ত্র বলে মনে করছেন রাজনৈতিক মহল। কিন্তু বিজেপি যখন এই ব্যাপারে তৃণমূলের বিরুদ্ধেই সমস্ত অভিযোগ চাপাতে ব্যস্ত, ঠিক তখনই চাকরি দেওয়ার নাম করে এক প্রতিবন্ধী যুবকের কাছ থেকে এক লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল বিজেপি যুব মোর্চার এক সদস্যের বিরুদ্ধে। যে ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যেখানে বিজেপি ক্ষমতায় আসার আগে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি প্রমাণ করতে মরিয়া এবং তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন, সেখানে বিজেপির যুব নেতা এইভাবে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ায় নিঃসন্দেহে অস্বস্তিতে পড়েছে ভারতীয় জনতা পার্টি। জানা গেছে, এদিন এই ব্যাপারে বিজেপির সেই যুব নেতার বিরুদ্ধে মালদহে পুলিশ সুপারের অফিসে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন হারাধন দাস। তার দাবি, গত দুই বছর আগে বিজেপির যুব মোর্চার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ওই নেতা চাকরির প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরবর্তীতে দুই দফায় তিনি সেই বিজেপি নেতাকে 50 হাজার টাকা করে দিয়েছেন। কিন্তু তারপরেও চাকরি পাওয়া যায়নি। পরবর্তীতে তার কাছে টাকা চাইতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন সেই বিজেপি যুব নেতা বলে অভিযোগ হারাধনবাবুর। যদিও বা বিজেপি যুব মোর্চার সেই নেতা অবশ্য তার বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “অভিযোগকারী যুবককে আমি চিনি না‌। ভিত্তিহীন অভিযোগ করে রাজনৈতিক ভাবে আমাকে হেনস্তা করার চেষ্টা চলছে। প্রয়োজনে যে কোনো তদন্তের মুখোমুখি হতে রাজি। তবে ওই ব্যক্তি তার অভিযোগ প্রমাণ করতে না পারলে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।”

এদিকে গোটা বিষয়ে জেলা বিজেপি নেতৃত্ব যে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে, তা বলাই যায়। আর তাই যুব মোর্চার নেতার বিরুদ্ধে এই রকম অভিযোগ ওঠার সাথে সাথেই আইন আইনের পথে চলবে বলে জানিয়ে দিলেন জেলা বিজেপির সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল‌। এদিন তিনি বলেন, “যার নামে অভিযোগ করা হয়েছে তিনি আমাদের জেলা কমিটিতে একটি পদে ছিলেন। বর্তমানে তিনি দলের যুব সংগঠনের কোনো পদে রয়েছেন কিনা, জানি না। অরাজনৈতিক কোনো অভিযোগ হয়ে থাকলে আইন আইনের পথে চলবে।” সব মিলিয়ে এখন তদন্তে কি উঠে আসে এবং তার পরিপ্রেক্ষিতে সেই বিজেপি যুব নেতা কতটা অস্বস্তিতে পড়েন এবং গোটা ঘটনা কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!