এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনার জন্য ভারত যে ভ্যাকসিন বের করতে চলেছে, তা থাকবে সবার আগে? কেন? জেনে নিন বিস্তারিত

করোনার জন্য ভারত যে ভ্যাকসিন বের করতে চলেছে, তা থাকবে সবার আগে? কেন? জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতিতে সারা বিশ্বে যখন ভ্যাকসিন আবিষ্কারের জন্য চলছে চরম প্রস্তুতি, তখন কিছুদিন আগে জানা গিয়েছিল ভারতবর্ষ প্রায় তৈরি করে ফেলেছে করোনার ভ্যাকসিন। নাম কোভ্যাকসিন। আইসিএমআর এবং ন্যাশনাল ভাইরোলজি ইনস্টিটিউটের যৌথ প্রচেষ্টায় তৈরি হওয়া এই ভ্যাকসিন এর টিকা প্রথম পর্যায়ে ১১০০ জনের মধ্যে প্রয়োগ করা হবে বলে জানা গেছে।

তবে এই টিকাকরণ আপাতত দুই পর্যায়ে চলবে। প্রথম পর্যায়ে তা ৩৭৫ জন স্বেচ্ছাসেবক এর মধ্যে ৪৫ জনের উপর এবং দ্বিতীয় পর্যায়ে ৫৫ জনের উপর প্রয়োগ করা হবে বলে জানা গেছে। ভ্যাকসিনে আছে দুটি ডোজ, যা পরপর দুবার প্রয়োগ করা হবে। ইন্ডিয়ান ড্রাগ কন্ট্রোলার জেনারেল এর তরফ থেকে যা মানুষের শরীরে সরাসরি প্রয়োগ করার সবুজ সংকেত পাওয়া গেছে। আর সেই মতোই কাজ শুরু করে দিয়েছে পাটনা AIIMS।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হিউম্যান ট্রায়ালের পর পাটনার AIIMS এর তরফ থেকে জানানো হয়েছে যে ফলাফল যথেষ্ট আশাপূর্ণ। তবে হায়দ্রাবাদের নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স এবং দিল্লি ও পাটনা সহ ভারতীয় 12 টি প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ জানিয়েছে ইচ্ছুক প্রায় সাড়ে তিন হাজার মানুষের মধ্যে বিভিন্ন মানুষের শরীরে প্রয়োগ করে দেখা হবে এই ভাইরাস এর কার্যকারিতা।

প্রথমে বেশিরভাগ মানুষের মধ্যে এর গুণাগুণ সম্পর্কে ছিলো নানা মতামত। এতটা চাপের মুখে বের হওয়া ভ্যাকসিন এর কার্যকারিতা আদৌ কতটা হবে সে বিষয়ে ছিলো চিন্তার মেঘ। তবে ভ্যাকসিন এর প্রয়োগ যে মানুষের শরীরে ভালো সাড়া জাগাচ্ছে, এবং বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই, সে বিষয়ে নিশ্চিত করা হয়েছে। সুতরাং আপাতত আপামোর জনসাধারণ কবে, কিভাবে হাতে পাবে এই টিকা, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!