এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘নির্বাচনে জয়লাভ করতে নাটক করছেন মমতা’ বিস্ফোরক দিলীপ ঘোষ!

‘নির্বাচনে জয়লাভ করতে নাটক করছেন মমতা’ বিস্ফোরক দিলীপ ঘোষ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিধানসভা নির্বাচনে এবারে সকলের নজর নন্দীগ্রামের দিকে। কেননা এই নন্দীগ্রামে এবার যেমন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই এক সময়কার তার সতীর্থ শুভেন্দু অধিকারী এবার তার প্রতিপক্ষ টিম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন‌। স্বাভাবিক ভাবেই জমে উঠেছে লড়াই। আর এই পরিস্থিতিতে বুধবার নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আর তারপরেই একটি ধর্মীয় অনুষ্ঠানে জনসংযোগ করতে গিয়ে তার গাড়ির দরজা জোর করে 4-5 জন ধাক্কা দিয়ে বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনায় গুরুতর আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে আঘাত পাওয়ার পর এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এমনকি রাজ্যজুড়ে তৃণমূলের পক্ষ থেকে তাদের নেত্রীর প্রতি হামলা করার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই হামলার ঘটনায় বিজেপি দিকে অভিযোগ তোলা হলেও এবার তৃণমূল নেত্রী নাটক করছেন বলে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, আজ এই ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে এই আক্রমণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিন দিলীপ ঘোষ বলেন, “নির্বাচনে জেতার জন্য এখন নাটক করা হচ্ছে। কোথাও কেন কোনো ছবি এল না? এতগুলো লোক এলো, মেরে চলে গেল, এ তো চিন্তার বিষয়! তাহলে কি পুলিশ প্রশাসন অকর্মণ্য হয়ে গেছে? আমি যতটা শুনেছি দুর্ঘটনা। তবে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে নির্বাচনে জেতার জন্য। সাবধান থাকা উচিৎ। যে কেউ পায়ে ব্যান্ডেজ বেধে ছবি তুলতে পারে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এই আঘাত নেমে আসলেও, তাকে কোনোরকম চক্রান্ত হিসেবে দেখতে নারাজ ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে ভোটে জেতার জন্য নাটক করা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তুলে শোরগোল ফেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি।

পর্যবেক্ষকরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার পরেই রীতিমত রাস্তায় নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। স্বাভাবিকভাবেই বিজেপির বিরুদ্ধেই যে তৃণমূল কংগ্রেস এই বিষয়ে সোচ্চার হবে, তা বলার অপেক্ষা রাখে না।

আর এই পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও, গোটা ঘটনাকে “নাটক” বলেই দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি। এমত পরিস্থিতিতে দিলীপ ঘোষের এই অভিযোগ যে তৃণমূল বনাম বিজেপির রাজনৈতিক তরজাকে আরও বাড়িয়ে দেবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশ্লেষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!