এখন পড়ছেন
হোম > রাজ্য > ২০১৯ এর দিকে তাকিয়ে বাংলাকে গেরুয়াতে রাঙাতে ভরসা পঞ্চ-পাণ্ডবের আক্রমন

২০১৯ এর দিকে তাকিয়ে বাংলাকে গেরুয়াতে রাঙাতে ভরসা পঞ্চ-পাণ্ডবের আক্রমন


২০১৯ এর দিকে তাকিয়ে বাংলাকে গেরুয়াতে রাঙাতে ভরসা পঞ্চ-পাণ্ডবের আক্রমন। সামনেই ২০১৯-এর লোকসভা নির্বাচন। আর তার আগে বাংলাকে গেরুয়া রঙে রাঙাতে মরিয়া বিজেপি। কর্ণাটক হাত থেকে গেছে এবার বাংলাকে হাত করতে মরিয়া বিজেপি। ২০১৯ এমনটাতো বাংলা থেকে ২০-২৫ টি আসন চাইছে তারা। বেশি হলে তো কথাই নেই কিন্তু কম যেন না হয় এমনটাই নাকি নির্দেশ এসেছে কেন্দ্র থেকে বলে জানা যাচ্ছে। আর তাই অন্যসব দিকের পাশাপাশি প্রচারেও জোর দিচ্ছে বিজেপি। জানা গসহ রাজ্যের প্রচারে আসছেন বিজেপি শাসিত পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী। তালিকায় রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং। আর তার আগে রাজ্যে এসে পরিস্থিতি ঘটিয়ে দেখবেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ. জানা গেছে জুন মাসেই আসবেন তিনি। তার তার পরেই রাজ্যে ওই পাঁচ মুখ্যমন্ত্রীকে দিয়ে একাধিক জনসভা করার পরিকল্পনা নিয়েছে বিজেপি বলে সূত্রের খবর। জানা গেছে আপাতত স্থির হয়েছে :-

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

১. উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচারে করবেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
২. আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে প্রচার করবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস।
৩. হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম জেলায় প্রচার করবেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং।
৪.বাংলার যুব সমাজকে কাছে টানতে প্রচার চালাবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
৫.উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোটা পশ্চিমবঙ্গে প্রচার করবনে কেননা যোগী কর্ণাটকের যেখানে প্রচার করেছিলেন ভালো ফল করেছে বিজেপি। তাই বাংলাতেও সেই টোটকা চাইছে বিজেপি। যদিও এটাই ফাইনাল নোই জানা গসহ এরপর নানা সুযোগ সুবিধা অনুযায়ী কিছু অদলবদল হতে পারে। আর এই নিয়ে খুব শীঘ্রই বিজেপি -র রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ রাজ্য কমিটির সব নেতাকে নিয়ে একটি বৈঠক করে প্রচারের চূড়ান্ত সূচি তৈরি করা হবে আর তারপর অমিত শাহের কাছে তা পাঠানো হবে চূড়ান্ত অনুমোদনের জন্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!