করোনা নিয়ে নয়া নির্দেশ কেন্দ্রের, উৎসবের মরসুমে মাথায় হাত! জেনে নিন! জাতীয় September 28, 2021 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সামনেই একাধিক উৎসব রয়েছে। সবথেকে বড় উৎসব শারদ উৎসব। আর সেই উৎসবে যে ব্যাপক জনসমাগম হবে, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। গত বছর করোনা ভাইরাসের কারণে ঠিকমতো শারদ উৎসব পালন করতে পারেননি সাধারন মানুষ। তবে এবার কিছুটা হলেও করোনা ভাইরাসকে আটকানো সম্ভব হয়েছে। তবে তৃতীয় ঢেউয়ের আতঙ্ক রয়েছে। কিন্তু তার মাঝেই মানুষ চুটিয়ে আনন্দ উপভোগ করতে মুখিয়ে রয়েছেন। আর তার মাঝেই এবার রাজ্যগুলোকে সতর্ক করে দিল কেন্দ্রীয় সরকার। যেখানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে উৎসবের মরসুমে যাতে কোনোভাবেই গা ঢিলেমি করা না হয়, তার জন্য দেওয়া হল বড়সড় বার্তা। সূত্রের খবর, আজ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে একটি সতর্কবার্তা পাঠানো হয়। যেখানে জানিয়ে দেওয়া হয়, সামনেই উৎসবের মরসুম। তাই কোনোভাবেই যাতে অত্যাধিক জনসমাগম না হয়। এক্ষেত্রে করোনা ভাইরাস আবার বৃদ্ধি পেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে এই ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেয় কেন্দ্র। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - বলা বাহুল্য, দ্বিতীয় ঢেউয়ের পর আবার তৃতীয় কেউ আসতে পারে বলে ইতিমধ্যেই আতঙ্ক তৈরি হয়েছে। যদিও বা সেই রকম কোনো প্রবণতা সামনে আসেনি। তবে বিশেষজ্ঞরা বলছেন, এখন থেকেই যদি প্রস্তুতি গ্রহণ করা না হয়, তাহলে তৃতীয় ঢেউ খুব তাড়াতাড়ি আছড়ে পড়তে পারে। সামনে উৎসবের মরসুমে রয়েছে। তার আগে যাতে সকলেই সচেতন থাকেন, তার জন্য আগেভাগেই কেন্দ্রের পক্ষ থেকে এই ধরনের সতর্কবার্তা দেওয়া হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -