এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য একযোগে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী দায়ী করলেন ডিভিসিকে

রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য একযোগে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী দায়ী করলেন ডিভিসিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট লাগাতার বৃষ্টিতে রীতিমতো নাকাল হতে হচ্ছে রাজ্যবাসীকে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অঝোর ধারায় বৃষ্টি হয়েই চলেছে। কার্যত এই বৃষ্টির পেছনে নিম্নচাপের বড় ভূমিকা রয়েছে বলে ইতিমধ্যেই জানাচ্ছেন আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি রয়েছে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাব। সব মিলিয়ে রাজ্যজুড়ে নতুন করে বৃষ্টি শুরু হয়েছে। আগামী 48 ঘন্টা রাজ্যজুড়ে এই বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। অন্যদিকে বৃষ্টির সাথে সাথে বেড়েছে বন্যা পরিস্থিতি। বুধবার সড়কপথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন করেন।

আর এদিন মুখ্যমন্ত্রী রাজ্যজুড়ে বন্যা পরিস্থিতির জন্য দায়ী করেছেন ডিভিসি থেকে ছাড়া জলকে। এদিকে বাংলার বন্যা পরিস্থিতির খোঁজ নিতে বুধবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানেও মুখ্যমন্ত্রী ডিভিসির জল ছাড়া নিয়ে প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানিয়েছেন বলে খবর। ইতিমধ্যেই রাজ্যের বন্যায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। পাশাপাশি শস্যহানি হয়েছে কয়েক কোটি টাকার। এছাড়াও রাস্তাঘাট, বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়ার মুখে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই ক্ষতিপূরণ এবং পুনর্নির্মাণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রধানমন্ত্রীর তরফ থেকেও রাজ্যের কোথায় কোথায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা জানতে চাওয়া হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলার সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। কার্যত মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর প্রধানমন্ত্রী তরফ থেকে একটি টুইট করা হয়। এবং সেখানেই প্রধানমন্ত্রী স্বীকার করে নিয়েছেন, রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে ডিভিসি থেকে ছাড়া জলের কারণে।

পাশাপাশি রাজ্যকে সাহায্যের আশ্বাস দেওয়ার সাথে টুইটে বন্যাকবলিত সমস্ত এলাকার মানুষের সুস্থতা এবং নিরাপত্তা বজায় রাখার আবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে হঠাৎ করে প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রীর কাছে ফোন আসা ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জল্পনা সৃষ্টি করেছে। তবে বিশেষজ্ঞদের মতে, এটা খুবই সাধারণ ঘটনা। কারণ, যে কোন রাজ্যের জরুরী পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর তরফ থেকে খোঁজ নেওয়া হতেই পারে। তবে বাংলার বন্যা পরিস্থিতিতে এবার প্রধানমন্ত্রীর তরফ থেকে কি সাহায্য আসে, সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!