এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > জল্পনা বাড়িয়ে দুই হেভিওয়েট বিজেপি নেতার সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূলের মুখপাত্র

জল্পনা বাড়িয়ে দুই হেভিওয়েট বিজেপি নেতার সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূলের মুখপাত্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ অকস্মাৎ শুভেন্দু অধিকারী ও বাবুল সুপ্রিয়র সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। দুই হেভিওয়েট বিজেপি নেতার সঙ্গে তৃণমূল মুখপাত্রের এই সাক্ষাৎ তীব্র জল্পনা ছড়ালো রাজ্য রাজনীতিতে। তবে, এ প্রসঙ্গে সকলেই জানিয়েছেন যে, তাঁদের এই সাক্ষাৎ নেহাত সৌজন্য সাক্ষাৎ। এরমধ্যে রাজনীতি খোঁজা নিরর্থক। তবে, তাঁদের হঠাৎ এই সাক্ষাৎ এক কথায় আলোড়ন ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে।

প্রসঙ্গত, আজ কুলতলিতে বিজেপির এক সভা ছিল। সভা সম্পন্ন করার পর সেখান থেকে ফিরছিলেন বাবুল সুপ্রিয় ও শুভেন্দু অধিকারী। অন্যদিকে, আজ ক্যানিংয়ে ছিল তৃণমূলের সভা। সভা শেষ করার পর সেখান থেকে ফিরছিলেন কুণাল ঘোষ। এরপর আজ রাতে বারুইপুরের একটি হোটেলে এই তিন নেতৃত্তের হঠাৎ সাক্ষাৎ হলো। তবে, এ প্রসঙ্গে বাবুল সুপ্রিয় জানালেন যে, একটি হোটেলে খাওয়ার সময় কুণাল ঘোষের সঙ্গে তাঁর দেখা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর কথায়, এর মধ্যে কোন রাজনৈতিক বিষয় নেই। সৌজন্যমূলক কথা হয়েছে তাঁদের। বাবুল সুপ্রিয় আরও জানিয়েছেন যে, কুণাল ঘোষের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ একান্তই কাকতালীয় বিষয়। জয়নগর থেকে ফেরার সময় হঠাৎ দেখা হয়েছে তাঁর সঙ্গে। রাজনৈতিক কোন কথা হয়নি তাঁদের। অন্যদিকে শুভেন্দু অধিকারী জানালেন যে, চা খেতে গিয়ে দেখা হল কুণাল ঘোষের সঙ্গে। আবার, কুনাল ঘোষ জানিয়েছেন যে, তাঁদের এই সাক্ষাৎ সৌজন্য সাক্ষাৎ ছাড়া আর কিছুই নয়। একসঙ্গে দেখা হওয়ার পর তাঁদের মধ্যে শুধুমাত্র কুশল বিনিময়ই হয়েছে।

প্রসঙ্গত, বিজেপির একজন দাপুটে নেতা হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। অন্যদিকে, তৃণমূল ছাড়ার পর রাজ্য বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হলেন শুভেন্দু অধিকারী। একাধিক সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন তিনি। আবার, সম্প্রতি তৃণমূলে যথেষ্ট সক্রিয় কুণাল ঘোষ। তৃণমূলের হয়ে বিভিন্ন সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। একাধিক সভায় বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে দেখা যাচ্ছে তাঁকে। এই পরিস্থিতিতে তিন রাজনৈতিক ব্যক্তিত্বের এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের দাবি। বস্তুত, রাজনীতির কারবারিরা বলে থাকেন যে, রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু নেই, আছে শুধু কমা আর সেমিকোলন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!