এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের স্লোগান নিয়ে ঘাসফুল শিবিরকে তীব্র কটাক্ষ রাজীবের, জেনে নিন

তৃণমূলের স্লোগান নিয়ে ঘাসফুল শিবিরকে তীব্র কটাক্ষ রাজীবের, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বিধানসভা নির্বাচনের আগে “বাংলা নিজের মেয়েকেই চায়” নামে একটি নতুন স্লোগান লঞ্চ করেছে তৃণমূল কংগ্রেস। যেখানে বিজেপিকে কুপোকাত করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরের মেয়ে হিসেবে তুলে ধরা হয়েছে। স্বভাবতই এই স্লোগান নিয়ে এখন রাজ্য রাজনীতিতে পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। আর এই পরিস্থিতিতে তৃণমূলের স্লোগান নিয়ে ঘাসফুল শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আরামবাগে বিজেপির একটি জনসভা উপস্থিত হন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই “বাংলা নিজের মেয়েকেই চায়” নামে তৃণমূলের স্লোগান নিয়ে কটাক্ষ করেন তিনি। রাজীববাবু বলেন, “দিদিকে বলো, বাংলার গর্ব, দিদির দূত, বাংলা নিজের মেয়েকেই চায় সবই শুধু সেন্টিমেন্ট তুলে মানুষের আবেগ একটু সুড়সুড়ি দিয়ে যদি কোনোভাবে ভোট বৈতরণী পার করা যায়, সেই চিন্তা। জেনে রাখুন, এই বাংলায় শুধু একা একজন মেয়ে নয়, বাংলার অনেক সন্তান সন্ততি আছে। বাংলার অনেক ছেলে মেয়ে আছে, যাদের মধ্যে মেধা আছে, যাদের মধ্যে সম্পদ আছে। আগামী দিনে মানুষ তাদের হাতেই এই বাংলার ক্ষমতা তুলে দিতে চায়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল যখন এই শ্লোগান দিয়ে মানুষের মন জয় করতে চাইছে, তখন তাকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন, শুধুমাত্র সেন্টিমেন্ট দিয়ে বাংলার মানুষের মন কোনোভাবেই জয় করা যাবে না। এক্ষেত্রে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন তৃণমূল নেতা ঘাসফুল শিবিরের বিড়ম্বনা অনেকটাই বাড়িয়ে দিলেন বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকদের মতে, 2021 এর বিধানসভা নির্বাচন জমজমাট হতে চলেছে। তৃণমূল বনাম বিজেপির রাজনৈতিক লড়াইয়ে শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসবে, তা দেখার বিষয়। আর এই পরিস্থিতিতে নিত্য নতুন স্লোগান দিয়ে রীতিমত একদল অপর দলকে টেক্কা দিতে চাইছে। তবে সেই স্লোগান নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কটাক্ষ করে রীতিমত শোরগোল তুলে দিলেন তৃণমূলের প্রাক্তন নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!