এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > পাকিস্তানকে নাস্তানাবুদ করতে মোদির মাস্টারস্ট্রোক, প্রথম ‘ভাতে’ মেরে তারপর ‘হাতে’ মারার কৌশল

পাকিস্তানকে নাস্তানাবুদ করতে মোদির মাস্টারস্ট্রোক, প্রথম ‘ভাতে’ মেরে তারপর ‘হাতে’ মারার কৌশল


গত 14 ই ফেব্রুয়ারি পাক মদতপুষ্ট জঙ্গী সংগঠনের আঘাতে প্রাণ গিয়েছে দেশের প্রায় 42 জন জওয়ানের। আর এই ঘটনায় যখন শোকের আবহ সৃষ্টি হয়েছে গোটা ভারতবর্ষে, যখন ভারতবাসী হিসেবে প্রায় প্রত্যেকটা মানুষই পাকিস্তানের বিরুদ্ধে বদলা দিতে দেশের সরকারকে উদ্যোগী হওয়ার কথা বলছে, ঠিক তখনই সেই পাকিস্তানকে নাস্তানাবুদ করার কৌশল নিল দেশের কেন্দ্রীয় সরকার।

কথায় আছে, “হাতে মারার থেকে ভাতে মারা অনেক কষ্টকর।” আর বাংলার প্রবাদ প্রবচনের এই কথাতেই এবার পাকিস্তানের প্রতি বদলা নেওয়ার দিকে এগোচ্ছে ভারত। প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবারই পাকিস্তানের ওপর থেকে “মোস্ট ফেডারেশানের তকমা” কেড়ে নেওয়ার কথা জানিয়ে দিয়েছে ভারত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার আরও একধাপ এগিয়ে শনিবার সেই পাকিস্তান থেকে আমদানি করা সমস্ত পণ্যের ওপর 200 শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। জানা গেছে, মূলত এই পাকিস্তান থেকে চামড়া, ফল, সিমেন্ট, জিপসাম এবং মসলা জাতীয় দ্রব্যই আমদানি করে ভারত।

যেখানে এতদিন ফলের ওপর 30 থেকে 50 শতাংশ এবং সিমেন্টে 7.5 শতাংশ শুল্ক দিতে হত পাকিস্তানকে। কিন্তু এবারে সেই পাকিস্তানকে শিক্ষা দিতে সেই শুল্কের হার 200% বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলো কেন্দ্র। একাংশের মতে, আসলে পাকিস্তানে জঙ্গি হানার ঘটনায় ভারতের বিপুল সেনা মারা যাওয়ায় এবার ধীরে ধীরে সেই পাকিস্তানের প্রতি বদলা নেওয়ার রাস্তায় হাঁটতে শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার।

আর তাই প্রথম ধাপেই আমদানিকৃত পন্যের শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নিল তাঁরা। বিশেষজ্ঞদের মতে, 200 শতাংশ শুল্ক বৃদ্ধি করে দেওয়া আদতে সেই আমদানি বাণিজ্য প্রায় বন্ধেরই শামিল। আর এই সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের অর্থনীতিতে বড়সড় ধাক্কা দিয়ে ভারত প্রমাণ করে দিল যে তাঁরা ভাতে মেরেই পাকিস্তানকে ধীরে ধীরে হাতে মারবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!