এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নামিদামী শিল্পগোষ্ঠীকে নিয়ে চা-চক্র, বড় বিনিয়োগের সম্ভাবনা রাজ্যে!

নামিদামী শিল্পগোষ্ঠীকে নিয়ে চা-চক্র, বড় বিনিয়োগের সম্ভাবনা রাজ্যে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূল সরকারের বিরুদ্ধে শিল্প বিরোধী তকমা অনেকদিন আগে থেকেই লাগিয়ে দিয়েছে বিরোধীরা। রাজ্যে 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে শিল্পের ছিটেফোটাও দেখতে পাওয়া যায় না বলে কটাক্ষ করতে দেখা যায় বিরোধী রাজনৈতিক দলগুলোকে। তবে 2021 সালের তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর থেকেই শিল্প স্থাপনে নতুন রূপে পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে ঘাসফুল শিবিরকে। আর এবার রাজ্যের শিল্প সম্ভাবনা নিয়ে আশার আলো দেখাতে শুরু করল রাজ্য সরকার। যেখানে আগামী 11 তারিখে একাধিক শিল্পগোষ্ঠীকে নিয়ে চা-চক্রের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই চা চক্র থেকেই পশ্চিমবঙ্গে বিনিয়োগের ব্যাপারে বড় সম্ভাবনাময় দিক উঠে আসতে পারে বলেই মনে করছেন প্রশাসনিক কর্তারা।

সূত্রের খবর, আগামী 11 তারিখে শিল্প সদনের অডিটোরিয়ামে একটি চা চক্রের আয়োজন করা হয়েছে। যেখানে মোট 120 টি সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। স্বভাবতই রাজ্য সরকারের এই উদ্যোগে আশার আলো দেখতে শুরু করেছেন বিশেষজ্ঞরা। এদিন এই প্রসঙ্গে এই চক্রের কথা তুলে ধরেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সিলিকন ভ্যালি নিয়ে প্রত্যেকটি ক্ষেত্র পর্যালোচনা করা হয়েছে। ফল যথেষ্ট আশাব্যঞ্জক। তাই তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোকে নিয়ে একটি চা চক্রের আয়োজন করা হবে। বিনিয়োগের ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে, কি কি সুযোগ সুবিধার প্রয়োজন বা কিভাবে নির্ঝঞ্ঝাটে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়েই আলোচনা করা হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, তৃতীয় বার ক্ষমতায় আসার পর শিল্পক্ষেত্রে রাজ্য সরকার যে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করতে তৎপর, তা একাধিক পদক্ষেপের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গিয়েছে। আর এবার শিল্পমন্ত্রীর চা চক্রের আয়োজন তাতেই সীলমোহর দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পর্যবেক্ষকদের মতে, রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে বারবার বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে সরকারপক্ষকে। কিন্তু এবার যেভাবে একশোর বেশি শিল্পগোষ্ঠী আমন্ত্রণ পেল সরকারের চা-চক্র অনুষ্ঠানে, তাতে নতুন দিশা তৈরি হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে এই আলোচনার মধ্যে দিয়ে রাজ্যে বড় মাপের শিল্পে বিনিয়োগ হতে পারে বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে সরকারের পক্ষ থেকে ডাকা চা-চক্রের বৈঠক থেকে রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে কোনো উন্নতির খবর সামনে আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!