এখন পড়ছেন
হোম > জাতীয় > হকারদের নিয়ে কড়া সিদ্ধান্ত, রেলের পদক্ষেপ ঘিরে জল্পনা!

হকারদের নিয়ে কড়া সিদ্ধান্ত, রেলের পদক্ষেপ ঘিরে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  মাঝেমধ্যেই হকারদের নিয়ে সমস্যা তৈরি হতে দেখা যায়। রেল কর্তৃপক্ষের সঙ্গে হকারদের ট্রেনে ওঠা নিয়ে তৈরি হয় জটিলতা। সম্প্রতি দক্ষিণ ভারত থেকে গোয়াহাটি যাওয়া একটি স্পেশাল ট্রেনের হকারদের পক্ষ থেকে ক্যাটারিং ম্যানেজারকে মারধর করা হয়েছে। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর তারপরেই এবার ট্রেনে হকারদের বাড়বাড়ন্ত রুখতে কড়া হতে চলেছে রেল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন দূরপাল্লার ট্রেনে মাঝেমধ্যেই হকারদের নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যাত্রীদের সঙ্গে হকারদের গন্ডগোল থেকে শুরু করে সেই নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। সম্প্রতি হকাররা ট্রেনে চড়ে একটি ক্যাটারিং সংস্থাকে চা বিক্রিতে বাধা দেয়। আর তারপরেই ক্যাটারিং ম্যানেজারকে মারধর করা হয়। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাই এই বিষয় থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে যাতে হকারদের বাড়বাড়ন্ত রোধ করা যায়, তার জন্য রেলের পক্ষ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, হকার নিয়ে সমস্যা নতুন কিছু নয়। এর আগে একাধিকবার এই রকম সমস্যা সামনে এসেছিল। কিন্তু সাম্প্রতিক কালের ঘটনা সমস্ত অতীতকে পিছনে ফেলে দিয়েছে। ভবিষ্যতেও যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য রেলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে পদক্ষেপ গ্রহণের কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষ ক্যাটারিং ম্যানেজারকে হকারদের পক্ষ থেকে মারধোর করার কারণে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!