রাজ্যের রেল রুট বন্ধ হওয়া নিয়ে নতুন তথ্য দিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহা জাতীয় বিশেষ খবর রাজ্য January 22, 2018 কিছুদিন আগেই খবরে প্রকাশিত হয়, রাজ্যের ৮ টি রেলরুট অলাভজনক হওয়ায় তা বন্ধ করে দিতে চলেছে কেন্দ্র। এমনকি যেহেতু ওই রেলপথগুলি অলাভজনক তাই তা চালাতে গেলে রাজ্য সরকারকে তার অর্ধেক ব্যয়ভার বহন করতে হবে বলেও জানা যায়। যা নিয়ে তীব্র ক্ষোভ দেখতে থাকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের এই জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন নোয়াপাড়া উপনির্বাচনে দলীয় প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে গতকাল গারুলিয়ায় এসেছিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহা। সেখানে স্পষ্টভাষায় তিনি জানান, রাজ্যে কোনও রেলরুট বন্ধ হচ্ছে না, নরেন্দ্র মোদীর সরকার থাকতে যাত্রীদের গন্থব্যে পৌঁছাতে কোনও সমস্যায় পড়তে হবে না। রেল প্রতিমন্ত্রী হিসেবে আমি এই কথা দিয়ে গেলাম। হাজারখানেক দলীয় কর্মী-সমর্থকদের সামনে তিনি এরপর রাজ্যের শাসকদলকে আক্রমন করে বলেন, তৃণমূল বিজেপির উত্থানকে ভয় পাচ্ছে, তাই মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের চেষ্টা করছে। কিন্তু গনতন্ত্রে শেষ কথা বলে মানুষই, প্রতিটি বুথে যাতে কেন্দ্রীয়বাহিনী থাকে সেই চেষ্টা আমরা করছি। উন্নয়ন মন্ত্রেই যে বিজেপি বঙ্গবাসীর মন জয় করতে চাইছে এদিন তাঁর কথাটা সেটাও প্রমান হয়ে যায়। তিনি বলেন, নোয়াপাড়া কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত হলে এই এলাকায় দ্বিগুন উন্নয়ন হবে। আপনার মতামত জানান -