রক্ষা পেলেন না মা সরস্বতীও , দাসনগরে প্রতিমা সমেত পুড়লো মণ্ডপ বিশেষ খবর রাজ্য January 22, 2018 আজ সরস্বতী পুজো সেই মতো সব আয়োজন করা হয়েছিল হাওড়ার দাসনগরে।কিন্তু আজ ভোরে সেই প্যান্ডেলে আগুন ধরে পুড়ে যায় প্যান্ডেল। মূর্তিটিরও অনেকাংশই আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে।প্যান্ডেলের পাশ থেকে বিদ্যুতের তার কাটা দেখা গিয়েছে।তাই আপাত দৃষ্টিতে এটিকে শর্ট সার্কিট মনে করলেও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ জেনে বুঝে এই কাজ করা হয়েছে। তাদের অভিযোগ যে যে মাঠে পুজোর আয়োজন করা হয়েছিল সেখানে প্রতি রাতেই প্রায় কিছু দুষ্কৃতী মদ ও জুয়ার আসর বসায়।প্রতিবাদ করতে স্থানীয় বাসিন্দাদের ওই দুষ্কৃতীদের হাতে মারো খেতে হয়েছে। তার স্থানীয় বাসিন্দারা এই জুয়ার থেকে বন্ধ করতে এখানে সরস্বতী পুজোর আয়োজন করেন। কিন্তু আজ সকালে এই ঘটনা ঘটে আপাতত পুজো বন্ধ। পুলিশ গোটা ঘটনাটির তদন্তে নেমেছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। রাস্তায় লাগানো CCTV-র ফুটেজ থেকে দুষ্কৃতীদের সনাক্ত করা ক্যাবে বলে মনে করছে পুলিশ। আপনার মতামত জানান -