‘বড় ব্যবসায়ী থেকে দুর্নীতিগ্রস্ত’ মুকুলের অভিযোগের পাল্টা দিলো জ্যোতিপ্রিয় রাজ্য December 15, 2017 মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বড় ব্যবসায়ী থেকে দুর্নীতিগ্রস্ত’ বলে আক্রমণ করেছিলেন মুকুল রায়। এবার তার উত্তর দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি এদিন বলেন,‘‘ মুকুলবাবুর মুখে দুর্নীতির কথা সাজে না। যা তথ্য আছে তা নিয়ে তদন্ত শুরু হলেই প্রমাণ হয়ে যাবে ব্যবসায়ী ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি আসলে কে? কৃত়জ্ঞতা বোধ থাকলে ওঁর মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে চুপ থাকা উচিত।তিনি আরো বলেন ,‘‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জননেত্রী। কিছু ‘এক্সট্রা’ তো সব সময় এদিক-ওদিক ঘোরাফেরা করবেন। তাঁদের জন্য ফু দিলাম। এতেই উড়ে যাবে।’’ ’’তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই বার বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছিলেন এবং সেই বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে। এবার কিন্তু এদিন মমতা বান্ধোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন ‘‘নীল সাদা রঙ নিয়ে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। এলইডি লাইট নিয়েও কয়েক শো কোটি টাকার দুর্নীতি হয়েছে।’’ আপনার মতামত জানান -