এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মন্ত্রী মলয় ঘটক সহ চার তৃণমূল বিধায়কের জন্য ‘বিজেপির দরজা’ খুললেন মুকুল রায়

মন্ত্রী মলয় ঘটক সহ চার তৃণমূল বিধায়কের জন্য ‘বিজেপির দরজা’ খুললেন মুকুল রায়


গতকাল রানিগঞ্জের রেল মাঠে আয়োজিত বিজেপির সভায় যোগ দিয়ে মুকুল রায় রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সহ শাসকদলের চার বিধায়ক ও এক কাউন্সিলরকে সরাসরি বিজেপিতে যোগ দেবার আহ্বান জানালেন। মুকুলবাবু প্রকাশ্য সভা থেকে নাম করে বলেন, মন্ত্রী মলয় ঘটক তাঁর ভাই অভিজিত্‍কে নিয়ে কোনও কাজ করতে পারছেন না, তাঁর কোনও কথা মেয়র জিতেন্দ্র তিওয়ারি শুনছেন না। তাপস বন্দ্যোপাধ্যায় হাঁসফাঁস করছেন, একই হাল উজ্জ্বল চট্টোপাধ্যায়েরও। বিধান উপাধ্যায়ও বুঝতে পারছেন, কী ভাবে দলে কোণঠাসা হয়ে যেতে হচ্ছে। মলয়বাবু সহ এঁদের বলতে চাই, ঠিক সময়ে দল ছেড়ে বেরিয়ে এসে বিজেপিতে যোগ দিন। স্বভাবতই প্রকাশ্য দলীয় সভা থেকে শাসকদলের হেভিওয়েটদের নাম করে এইভাবে খোলা আহ্বান জানানোয় রীতিমত শোরগোল পরে গেছে রাজ্য রাজনীতিতে। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা শাসকদলের অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দল বাড়িয়ে দিতেই সুকৌশলে বিজেপি নেতা মুকুল রায় এমন বার্তা দিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!