এবার বিজেপির এক নেতাকেই বাচ্চা ছেলে বললেন মুকুল রায় রাজ্য January 10, 2018 মঙ্গলবার সন্ধ্যায় গাড়ুলিয়ার জ্যোতি লজে বৈঠক করেন মুকুল রায়। এইসময় নোয়াপাড়া উপনির্বাচনে বিজেপির প্রার্থী সন্দীপ ব্যনার্জী সম্পর্খে এদিন তিনি বললেন “অত্যন্ত বাচ্চা ছেলে সন্দীপ ব্যনার্জীকে ভারতীয় জনতা পার্টি নোয়াপাড়ায় প্রার্থী করেছে।”পাশাপাশি তিনি আরো জানান যে নোয়াপাড়ায় বিজেপি ভালো ফল করবে। নির্বাচনের রণনীতি ঠিক করতেই তিনি আদি বৈঠক করেন দলের কর্মীদের সাথে।মঞ্জু বসুকে প্রার্থী করতে চেয়েছিলেন তিনি কিন্তু মঞ্জুবসু না করে সন্দীপবাবু প্রার্থী হন। আর এবার তাকে জেতাতে মরিয়া মুকুলবাবু। আপনার মতামত জানান -